2024-04-19 01:59:27 am

একসঙ্গে বিদ্যা সিনহা মিম ও নুসরাত ফারিয়া

www.focusbd24.com

একসঙ্গে বিদ্যা সিনহা মিম ও নুসরাত ফারিয়া

০৮ মার্চ ২০২১, ১৩:৪৩ মিঃ

একসঙ্গে বিদ্যা সিনহা মিম ও নুসরাত ফারিয়া

ঢাকাই সিনেমার জনপ্রিয় দুই নাম বিদ্যা সিনহা মিম ও নুসরাত ফারিয়া। একজন লাক্স তারকা হিসেবে ক্যারিয়ার শুরু করে সিনেমায় পেয়েছেন সাফল্য। মিম জয় করেছেন সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও।


অন্যজন ফারিয়া ক্যারিয়ার শুরু করেছিলেন মডেলিং ও উপস্থাপনা দিয়ে। এরপর নিয়মিত হয়েছেন সিনেমায়। দুই বাংলাতেই সিনেমা করে পেয়েছেন ব্যবসায়িক সাফল্য। কাজ করছেন তিনি ‘বঙ্গবন্ধু’ সিনেমাতেও প্রধানমন্ত্রী

শেখ হাসিনার চরিত্রে।


তবে এই দুজনকে কখনোই একসঙ্গে দেখা যায়নি। এবার সেই সুযোগ হচ্ছে। দুজনে হাজির হচ্ছেন এক মঞ্চ মাতাতে। তারা পারফর্ম করবেন ‘উইমেন লিডারশিপ অ্যাওয়ার্ড অ্যান্ড এক্সপো ২০২১’ শীর্ষক অনুষ্ঠানে। আগামী ১২ও ১৩ মার্চ রাজধানীর ওয়েস্টিন হোটেলের বল রুমে অনুষ্ঠিত হতে যাচ্ছে এটি।


আয়োজক উইমনে লিডারশিপ করপোরেশন (ডাব্লিউ এলসি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।


সেখানে বলা হয়েছে ১২ তারিখের অনুষ্ঠানে অ্যাওয়ার্ড প্রদানের পাশাপাশি লাক্স তারকা বিদ্যা সিনহা মিম ও নুসরাত ফারিয়া নাচে অংশ নেবেন। সেইসঙ্গে থাকবে কনার গান, জমকালো ফ্যাশন শোসহ অনেক চমক।


এছাড়া মূল অনুষ্ঠান উদ্বোধন করবেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম এবং বর্তমান শিক্ষামন্ত্রী এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা: দীপু মনি ভার্চুয়ালে যোগ দেবেন। মূল অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বিজিএমইএ-এর সভাপতি এবং মোহাম্মদী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রুবানা হক, মৌলভীবাজার ৩ আসনের সাবেক এমপি সৈয়দা সায়েরা মহসিন, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান ওরাকল কর্পোরেশনের কান্ট্রি ম্যানেজার রুবাবা দৌলাসহ আরও অনেক অতিথি উপস্থিত থাকবেন।


অনুষ্ঠানটির আয়োজক উইমনে লিডারশিপ করপোরেশন (ডাব্লিউ এলসি)-এর প্রেসিডেন্ট মারিয়া মৃত্তিক, ডিজিটাইকনের কর্ণধার নাবিলা করিমসহ আরও অনেকেই অনুষ্ঠানটি পরিচালনার সঙ্গে থাকবেন।


উপদেষ্টা সম্পাদক: ডি. মজুমদার
সম্পাদক: মীর আক্তারুজ্জামান

সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০ ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :