2024-04-19 10:23:02 pm

গোপনে ক্লাস নেয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানের জরিমানা

www.focusbd24.com

গোপনে ক্লাস নেয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানের জরিমানা

১৫ মার্চ ২০২১, ১৭:৫৪ মিঃ

গোপনে ক্লাস নেয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানের জরিমানা

জামালপুরে সরকারি নির্দেশনা অমান্য করে শিক্ষা কার্যক্রম চালু করায় সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষকে ৬৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।


সোমবার (১৫ মার্চ) ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা ইয়াসমীন এ আদেশ দেন।


আদালত সূত্র জানায়, করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে শহরের কলেজ রোডের সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় সরকারি নির্দেশনা অমান্য করে প্রতিষ্ঠান খোলা রেখে শ্রেণি কক্ষে ছাত্র-ছাত্রীদের পাঠদান কার্যক্রম দেখে আদালত। পরে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮ এর আওতায় ওই প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়।


জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা ইয়াসমীন বলেন, ‘এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।’


উপদেষ্টা সম্পাদক: ডি. মজুমদার
সম্পাদক: মীর আক্তারুজ্জামান

সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০ ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :