, ১১ বৈশাখ ১৪৩১ অনলাইন সংস্করণ

‘জয় বাংলা কনসার্ট’ উপভোগ করেন রীভা গাঙ্গুলী

  অনলাইন ডেস্ক

  প্রকাশ : 

‘জয় বাংলা কনসার্ট’ উপভোগ করেন রীভা গাঙ্গুলী
ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাশ। ছবি: সংগৃহীত

আনন্দ আর উচ্ছ্বাসের মধ্য দিয়ে হয়ে গেলো ‘জয় বাংলা কনসার্ট’। ৭ মার্চ রাজধানীর আর্মি স্টেডিয়ামে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু হয় এ কনসার্ট। বঙ্গবন্ধুর জন্মশতবর্ষের প্রেক্ষাপটে এবারের কনসার্টে যোগ হয় নতুন মাত্রা।

কনসার্টে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাশ। বেলা দেড়টা থেকে শুরু হয়ে কনসার্টটি চলে রাত দেড়টা পর্যন্ত। ভারতের হাইকমিশনার কনসার্টে উপস্থিত হন সন্ধ্যার দিকে।

আওয়ামী লীগের গবেষণা সেল সিআরআই ও ইয়াং বাংলার আয়োজনে কনসার্টটি আয়োজন করে। এতে প্রথমবারের মতো উপস্থিত ছিলেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানাও।

প্রায় দুই ঘণ্টা তরুণ প্রজন্মের সঙ্গে কনসার্ট উপভোগ করে রাত ৯টার দিকে আর্মি স্টেডিয়াম ত্যাগ করেন প্রধানমন্ত্রী।

বঙ্গবন্ধুর দৌহিত্রী সায়মা ওয়াজেদ হোসেন এবং দৌহিত্র ও সিআরআইয়ের ট্রাস্টি রাদওয়ান মুজিব সিদ্দিকও ছিলেন এই কনসার্টে।

এছাড়া কনসার্ট উপভোগে উপস্থিত হন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান।

কনসার্টে অংশ নেওয়া মোট ১৫টি ব্যান্ড নিজেদের গানের পাশাপাশি একটি করে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান পরিবেশন করে। বেলা দেড়টার দিকে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে শুরু হয় জয় বাংলা কনসার্টের ষষ্ঠ আসর।

বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ এবং মুক্তিযুদ্ধ ভিত্তিক হলোগ্রাফিক রিপ্রেজেন্টেশন ছিলো কনসার্টের মূল আকর্ষণ। সন্ধ্যায় মূল মঞ্চে বাজানো হয় বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের ভিডিওর রঙিন সংস্করণ।

  • সর্বশেষ - রাজনীতি