, ৭ বৈশাখ ১৪৩১ অনলাইন সংস্করণ

শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যেতে বঙ্গবন্ধুর আহ্বান

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ : 

শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যেতে বঙ্গবন্ধুর আহ্বান

১৯৭১ সালের ২০ মার্চ ঢাকায় ইয়াহিয়া খানের সঙ্গে প্রেসিডেন্ট হাউজে বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের সোয়া দুই ঘণ্টা বৈঠক হয়।


ইয়াহিয়া খানের সঙ্গে চতুর্থ দফা বৈঠক শেষে বঙ্গবন্ধু বলেন, ‘কাল (২১ মার্চ) আবার বৈঠক হবে।’


সেদিন শেখ মুজিবুর রহমান এক বিবৃতিতে বলেন, ‘স্বাধীন দেশের মুক্ত নাগরিক হিসাবে বেঁচে থাকার জন্য জনগণ যেকোনো ত্যাগ স্বীকার করতেই প্রস্তুত রয়েছে।’


শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যেতে সবার প্রতি আহ্বান জানান তিনি। এদিন চারুকলার শিল্পীরা স্বাধীনতা পোস্টার বুকে বেঁধে অসহযোগ আন্দোলনে রাস্তায় বের হন।

  • সর্বশেষ - একাত্তরের এই দিনে