, ৭ বৈশাখ ১৪৩১ অনলাইন সংস্করণ

বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচে বৃষ্টির হানা, খেলা বন্ধ

  স্পোর্টস ডেস্ক

  প্রকাশ : 

বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচে বৃষ্টির হানা, খেলা বন্ধ

আক্রমণাত্মক শুরুর পর পাওয়ার প্লে’তে দুই ওপেনারের বিদায়। ফর্মে থাকা ডেভন কনওয়েও ফিরলেন অল্প রানে। পাওয়ার প্লে’তে ৯ রান রেটে রান তুললেও ৩ ব্যাটসম্যানের বিদায়ে ক্রিজে নতুন জুটি। গুড়ি গুড়ি বৃষ্টির সঙ্গে দ্বিতীয় টি-টোয়েন্টিতে সিরিজে ফেরার লড়াইয়ে ব্যস্ত বাংলাদেশ।


আক্রমণাত্মক শুরুর পর পাওয়ার প্লে’তে দুই ওপেনারের বিদায়। ফর্মে থাকা ডেভন কনওয়েও ফিরলেন অল্প রানে। পাওয়ার প্লে’তে ৯ রান রেটে রান তুললেও ৩ ব্যাটসম্যানের বিদায়ে ক্রিজে নতুন জুটি। গুড়ি গুড়ি বৃষ্টির সঙ্গে দ্বিতীয় টি-টোয়েন্টিতে সিরিজে ফেরার লড়াইয়ে ব্যস্ত বাংলাদেশ।


৯ বলে ১৫ রান করে ফর্মে থাকা ব্যাটসম্যান কনোওয়ে বিদায় নিলে ক্রিজে আসেন উইল ইয়ং এবং গ্লেন ফিলিপ্স। দলীয় ১০০’র আগে শেখ মেহেদিকে এগিয়ে এসে মারতে গিয়ে স্টাম্পিং হন ইয়াং। ১৪ রানে ফিরেন তিনি। এর খানিক পরই ম্যাচে হানা দেয় বৃষ্টি। কিউইদের সংগ্রহ ১২.২ ওভারে ৪ উইকেট হারিয়ে ১০২ রান।

এর আগে, ইডেন পার্কে টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান মাহমুদউল্লাহ রিয়াদ।


  • সর্বশেষ - খেলাধুলা