2024-04-26 09:19:26 pm

ডাক টিকেটে আরবি ক্যালিগ্রাফি অবমুক্ত করলো সৌদি

www.focusbd24.com

ডাক টিকেটে আরবি ক্যালিগ্রাফি অবমুক্ত করলো সৌদি

৩১ মার্চ ২০২১, ১৬:৫৩ মিঃ

ডাক টিকেটে আরবি ক্যালিগ্রাফি অবমুক্ত করলো সৌদি

আরবি ক্যালিগ্রাফি বর্ষ উদযাপনে বিশেষ উদ্যোগের অংশ হিসেবে ডাক টিকেট অবমুক্ত হয়েছে সৌদি আরব। গতকাল মঙ্গলবার (৩০ মার্চ) এক যৌথ উদ্যোগে সৌদির সংস্কৃৃতি বিষয়ক মন্ত্রণালয় ও ডাক বিভাগ ২০২১ সালে ব্যবহারের জন্য এ ডাক টিকেট চালু করে।


দেশে-বিদেশে আরবি ক্যালিগ্রাফির সুদৃঢ় অবস্থান তৈরির অংশ হিসেবে নতুন ডিজাইনের ডাক টিকেট চালু করা হয়। সৌদির ভিশন-২০৩০ এর গৃহীত কর্মসূচীর অন্যতম কার্যক্রম হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়।


তিন বিভাগে চারটি করে মোট ১২টি বিশেষ ডাক টিকেট চালু করা হয়। প্রথম বিভাগে ডাক টিকেট ইতিমধ্যে চালু হয়। দ্বিতীয় ও চতুর্থ বিভাগের ডাক টিকেট যথাক্রমে মে ও আগস্ট মাসে চালু হবে।


আরবি ক্যালিগ্রাফি বর্ষ উদযাপন করতে ডাক টিকেট নতুন করে ডিজাইন করা হয়। এতে আরব সংস্কৃতি ও ইতিহাসের মূল উপাদান হিসেবে আরবি ক্যালিগ্রাফির প্রসারের উদ্যোগ নেওয়া হয়।


সৌদির সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় আরবি ক্যালিগ্রাফি বর্ষ উদযাপনের উদ্যোগ নেওয়া হয়। আরবি ক্যালিগ্রাফি প্রসারের অংশ হিসেবে প্রথম বিভাগের ডাকটিকেট অবমুক্ত করা হয়। সৌদির ভিশন-২০৩০ বাস্তবায়নে গৃহীত উদ্যোগের অংশ হিসেবে আরবি ক্যালিগ্রাফিও অন্তর্ভূক্ত আছে।


সূত্র: সৌদি গেজেট


উপদেষ্টা সম্পাদক: ডি. মজুমদার
সম্পাদক: মীর আক্তারুজ্জামান

সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০ ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :