, ৬ বৈশাখ ১৪৩১ অনলাইন সংস্করণ

রমজানে টিকা না নিয়েও ওমরাহ পালনের সুযোগ

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ : 

রমজানে টিকা না নিয়েও ওমরাহ পালনের সুযোগ

আসন্ন রমজান মাসে ওমরাহ পালন করতে করোনা টিকাগ্রহণ জরুরি নয় বলে জানিয়েছে সৌদি আরব। গতকাল বৃহস্পতিবার (১ এপ্রিল) সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয় বিষয়ক মন্ত্রীর সূত্রে আরব নিউজ এ তথ্য জানিয়েছে।


করোনা মহামারি প্রাদুর্ভাবের পর গত বছরের ২৮ ফেব্রুয়ারি ওমরাহ পালন স্থগিত করেছে সৌরি সরকার। দীর্ঘ সাত মাস পর অক্টোবর থেকে সীমিত পরিসরে ওমরাহ পালন শুরু হয়।


সৌদির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী এক টুইট বার্তা জানান, ‘এখন পর্যন্ত রমজান মাসে ওমরাহ পালনে করোনা টিকা গ্রহণ আবশ্যকীয় নয়। ১৮ বছর থেকে ৭০ বছর বয়সী যে কেউ ওমরাহ পালন করতে পারবে।’


এদিকে মসজিদুল হারাম ও মসজিদে নববির সেবাকর্মীদের রমজান মাস শুরু হওয়ার আগে আগামী ১২ এপ্রিলের মধ্যে করোনা টিকা নিতে বলা হয়েছে। কর্মচারিদের মধ্যে যারা করোনা টিকা নেয়নি তাদেরকে প্রতি সপ্তাহে করোনা না হওয়ার সার্টিফিকেট দেখাতে হবে।


তাছাড়া মসজিদুল হারাম ও মসজিদে নববিতে গমন ও ওমরাহ পালনেও করোনা টেস্টের সার্টিফিকেট প্রদর্শন জরুরি।


সৌদি আরবে গত মঙ্গলবার নতুনকরে আক্রান্ত হয়েছেন ৫৮৫ জন এবং মারা গিয়েছেন ছয় জন। এখন পর্যন্ত সর্বমোট আক্রান্ত হোন তিন লাখ ৯০ হাজার। এখন পর্যন্ত মারা যান ছয় হাজার ৬৬৯ জন। সূত্র : আরব নিউজ


  • সর্বশেষ - অতিথি কলাম