সাকিব কলকাতার এক্স ফ্যাক্টর : হার্শা
প্রকাশ :

ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্টগুলোর মধ্যে জনপ্রিয় টুর্নামেন্ট আইপিএলের আসর। সেখানে খেলতে অনেক ক্রিকেটারই স্বপ্ন দেখেন।
২০১২ এবং ২০১৪ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শিরোপা জেতে কলকাতা নাইট রাইডার্স। শিরোপাজয়ী সেই দুটি দলেই ছিলেন সাকিব আল হাসান। এরপর দল বদলেছেন তিনি। সাকিববিহীন কলকাতাও ছুঁতে পারেনি শিরোপা।
এদিকে, ভারতের ক্রিকেট ভিত্তিক সংবাদমাধ্যম ‘ক্রিকবাজ’কে দেয়া সাক্ষাৎকারে হার্শা ভোগলে বলেন, ‘আমি বরাবরই সাকিবের ভক্ত, এটা নিয়ে অনেকের অভিযোগও রয়েছে। কেউ আবার এটাকে পছন্দও করে। তবে আমার কাছে মনে হচ্ছে এবার কলকাতার এক্স ফ্যাক্টর সে হবে। দলকে সে অনেক কিছু দিবে।’