2024-03-29 12:08:10 am

মঈনকে নিয়ে তসলিমার বিতর্কিত টুইট: দুঃখ প্রকাশ নাফিসের

www.focusbd24.com

মঈনকে নিয়ে তসলিমার বিতর্কিত টুইট: দুঃখ প্রকাশ নাফিসের

০৭ এপ্রিল ২০২১, ১৩:৪৬ মিঃ

মঈনকে নিয়ে তসলিমার বিতর্কিত টুইট: দুঃখ প্রকাশ নাফিসের

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে সংবাদ আসে, মদ প্রস্তুতকারক সংস্থার লোগো সম্বলিত জার্সি পরবেন না মঈন আলী। যদিও পরে সেটি মিথ্যা বলে জানানো হয়।


কিন্তু মঈন আলীকে নিয়ে বিতর্কিত টুইট করে বসলেন তসলিমা নাসরিন। এরপরেই ইংলিশ ক্রিকেটারদের কড়া সমালচনায় পড়তে হয় তাকে।


সবচেয়ে বেশি ক্ষুব্ধ প্রতিক্রিয়া ছিলো ইংলিশ পেসার জোফরা আর্চারের। তসলিমার সঙ্গে টুইটারে ঝগড়াই বাধিয়ে দেন তিনি। এক পর্যায়ে তসলিমাকে তিনি পরামর্শ দিয়েছিলেন টুইটটি মুছে ফেলতে। এছাড়া স্যাম বিলিংস, বেন ডাকেটসহ বেশ কয়েকজন ক্রিকেটার তসলিমর অ্যাকাউন্টকে রিপোর্ট করার পরামর্শ দিয়ে টুইট করেছেন। পরে অবশ্য সেই টুইটটি মুছে ফেলেছেন তসলিমা নাসরিন।


এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন সাবেক ক্রিকেটার ও বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের সহকারী ব্যবস্থাপক শাহরিয়ার নাফীস। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি বলেন, আমি দুঃখিত ভাই মইন আলী। আমি লজ্জিত। এসব কারণেই সেই উন্মাদ শয়তান আজ রাষ্ট্রহীন। আমি তীব্র নিন্দা জানাই। তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। আল্লাহ তোমার মর্যাদা দিন দিন বাড়িয়ে দিন। আমীন।


উপদেষ্টা সম্পাদক: ডি. মজুমদার
সম্পাদক: মীর আক্তারুজ্জামান

সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০ ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :