2024-03-28 04:49:44 pm

কাল থেকে ট্রেন-বাস চলবে কিনা জানা যাবে আজ

www.focusbd24.com

কাল থেকে ট্রেন-বাস চলবে কিনা জানা যাবে আজ

১১ এপ্রিল ২০২১, ১১:৩৪ মিঃ

কাল থেকে ট্রেন-বাস চলবে কিনা জানা যাবে আজ

করোনাভাইরাসের সংক্রমণ রোধে ১৮ দফা নির্দেশনার পর ৫ এপ্রিল থেকে সারাদেশে সাতদিনের নানা নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। তবে বেশ কিছু নিষেধাজ্ঞায় পরিবর্তন আনা হয়। এরমধ্যে সিটিতে গণপরিবহন চলাচল অন্যতম।


তবে ১৪ এপ্রিল থেকে সর্বাত্মক লকডাউন আসছে। এজন্য সোম-মঙ্গল দূরপাল্লার বাস-ট্রেন চলবে কিনা আজ লকডাউনের প্রজ্ঞাপন আসলে সে বিষয়ে পরিষ্কার হওয়া যাবে।


বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ জানান, রোববার থেকে কী হবে তার জানা নেই। নিষেধাজ্ঞা না আসলে ১২ ও ১৩ এপ্রিল বাস চালাতে চান তারা। এ নিয়ে বিআরটিএর চেয়ারম্যানের সঙ্গে তার কথা হচ্ছে।


বিআরটিএর চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার জানান, সোমবার-মঙ্গলবার বাস চলবে কিনা এ প্রশ্ন তারও। তিনি নিজেও এখনো কিছু জানেন না।


ট্রেন চলাচল করবে কিনা এ বিষয়ে বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (পরিচালন) সরদার শাহাদাত আলী জানান, ট্রেন চলবে কিনা রোববার সকালের সভায় চূড়ান্ত আলোচনা হবে। নতুন প্রজ্ঞাপন এবং দিকনির্দেশনার অপেক্ষায় সবাই রয়েছে। সরকারের সিদ্ধান্তের বাইরে এখনই কিছু বলা যাচ্ছে না বলে জানান তিনি।



উপদেষ্টা সম্পাদক: ডি. মজুমদার
সম্পাদক: মীর আক্তারুজ্জামান

সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০ ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :