2024-04-18 11:08:20 pm

করোনা ভাইরাস: জার্মানে প্রথম দুই জনের মৃত্যু

www.focusbd24.com

করোনা ভাইরাস: জার্মানে প্রথম দুই জনের মৃত্যু

১০ মার্চ ২০২০, ০৬:০৭ মিঃ

করোনা ভাইরাস: জার্মানে প্রথম দুই জনের মৃত্যু
ছবি: সংগৃহীত

চীনের হুবেই প্রদেশ থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে বিশ্বে আক্রান্ত হয়েছে লক্ষাধিক মানুষ। প্রতিদিন বেড়েই চলছে করোনায় আক্রান্ত হয়ে মৃতের মিছিল। এবার করোনায় আক্রান্ত হয়ে জার্মানে প্রথম দুই ব্যক্তির মৃতের খবর পাওয়া গেছে।

সোমবার আল জাজিরাকে জার্মানের স্থানীয় কর্তৃপক্ষ প্রথম দুই ব্যক্তির করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়ার খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, করোনায় আক্রান্ত হয়ে জার্মানে দুইটি মৃত্যুর ঘটনাই ঘটেছে পশ্চিম রাজ্যের উত্তর রাইন ওয়েস্টফিলিয়ায়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দেওয়া তথ্য মতে, জার্মানে এখন পর্যন্ত এক হাজার একশত করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গেছে। তবে এই প্রথম দেশটিতে প্রথম দুই ‍ব্যক্তির মৃতের খবর নিশ্চিত করলো আন্তর্জাতিক গণমাধ্যম।

গত বছরের ডিসেম্বরে চিনের উহান শহর থেকে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ে এখনও পর্যন্ত ১০২টির বেশি দেশে ছড়িয়েছে। এতে আক্রান্ত রোগীর সংখ্যা এক লক্ষ দশ হাজার ছাড়িয়েছে। করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের শরীরে প্রাথমিক লক্ষণ হিসেবে শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, কাশির মত সমস্যা দেখা দেয়। ভাইরাসটি ২৭ দিন পর্যন্ত শরীরে সুপ্ত অবস্থায় থাকতে পারে।


উপদেষ্টা সম্পাদক: ডি. মজুমদার
সম্পাদক: মীর আক্তারুজ্জামান

সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০ ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :