2024-03-29 06:12:12 am

অথচ এখানে মানুষ আর মানুষ ও অন্যান্য কবিতা

www.focusbd24.com

অথচ এখানে মানুষ আর মানুষ ও অন্যান্য কবিতা

১৯ এপ্রিল ২০২১, ১৪:০০ মিঃ

অথচ এখানে মানুষ আর মানুষ ও অন্যান্য কবিতা

আবু আফজাল সালেহ

টাকা

আমার সামনে কে যেন টাকা ঝুলিয়ে রেখেছে।
এখন আগের মতো স্বতঃস্ফূর্ত-কথা বের হচ্ছে না
কিছু বলতেও পারি না
মাথা উঁচু করতে পারছি না
‘কে কী বলছে’ তা-ও শুনতে পাচ্ছি না।

আমার চোখ শুধু টাকার দিকেই
স্নায়ুতন্ত্রও ধাবিত ওই দিকেই;
কলম আর চোখ-স্নায়ুতন্ত্রের ভাষা এক নয়।

****

অথচ এখানে মানুষ আর মানুষ

কয়েকজন মানুষ বেরিয়ে যাচ্ছে-
যেখানে কোনো দেশ নেই
যেখানে মানুষ নেই সেখানে।

এখানে মর্মরপাতাও বিস্ফোরিত হয়
এখানে কিশোরীর নূপুরে বিস্ফোরণ ঘটে
এখানকার কচিঘাসে রক্তের ছোপ।

অথচ এখানে মানুষ আর মানুষ।

****

জ্যোৎস্নারাতের কালোঘোড়া

হঠাৎ-ই বান্দরবানে ঝিরিঝিরি বৃষ্টি
পাহাড়ের মধ্য দিয়ে সাঙ্গু নদী
পাহাড়ের গাছের শাখা-প্রশাখা বেয়ে
টুপটাপ ঝরছে বৃষ্টিফোঁটা।

নদীতলে বৃষ্টিফোঁটার ছাপ, তরঙ্গ
যেন রেইনকোট পরেছে পাহাড়
অন্যদিকে আমার কালোঘোড়া ছুটছে
মায়াবী জ্যোৎস্নারাতে।

****

শকুনের চক্কর

কিছু শকুন ওড়ে, চক্কর মারে
ঢাকার আকাশে-
হয়তো হতাশ হয়েই
কিংবা ঈর্ষাতুর হয়ে শকুনের এ চক্কর।

এরা যদি ছোঁ মারে উত্তরায়-
বিচ্ছিন্ন হয়ে সুন্দরবনে
কিংবা কুতুবদিয়ায়!
যদি অহেতুক এদের পিছে দৌড়াতে যেয়ে
শক্তি ক্ষয় হয় আমাদের!-
এমন ভাবনায় নিদ্রাহীন প্রহরীরা।

কিন্তু আগেই শকুনের চক্কর থামানো জ্ঞানীর কাজ।

কবি: কবি ও প্রাবন্ধিক।


উপদেষ্টা সম্পাদক: ডি. মজুমদার
সম্পাদক: মীর আক্তারুজ্জামান

সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০ ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :