, ২২ বৈশাখ ১৪৩১ অনলাইন সংস্করণ

হেফাজত কাণ্ডে পুরনো ভিডিও লাইভ প্রচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা: র‌্যাব

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ : 

হেফাজত কাণ্ডে পুরনো ভিডিও লাইভ প্রচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা: র‌্যাব

বাংলাদেশ-ভারতের সম্পর্ক ঐতিহাসিকভাবে সামজিক-সাংস্কৃতিক-সভ্যতার ঐতিহ্যগত অংশীদারিত্ব, পারস্পরিক শ্রদ্ধা এবং বেশ কয়েকটি ক্ষেত্রে অকৃত্রিম সহযোগিতার ভিত্তিতে গড়ে উঠেছে। এমতাবস্তায় ঢাকা সফরে এসেছিলেন মোদী। আর তাতেই চলে হেফাজতের হামলা।

হেফাজতে ইসলামের বেশ কয়েকজন নেতাকে গ্রেপ্তারের পর নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে বিশেষ অ্যাপ্লিকেশন ব্যবহার করে পুরনো ভিডিও ‘লাইভ’ দেখিয়ে যারা ছড়িয়েছে, তাদের শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব। এভাবে পুরনো ভিডিও ছড়িয়ে গুজব রটানোয় জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে বলেও জানিয়েছে এই এলিট বাহিনী।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) বিকেলে র‌্যাব সদরদপ্তরে বাহিনীর লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন সাংবাদিকদের এ কথা জানান।