2024-04-19 07:32:56 pm

আইপিএলে এবার বাংলাদেশের এই দুজন

www.focusbd24.com

আইপিএলে এবার বাংলাদেশের এই দুজন

১০ মার্চ ২০২০, ২০:২০ মিঃ

আইপিএলে এবার বাংলাদেশের এই দুজন

                                                                            সানরাইজার্সের নেটেও থাকবেন বাংলাদেশের এই দুই থ্রোয়ার। ছবি: সংগৃহীত
এবারের আইপিএলের কোনো বাংলাদেশি ক্রিকেটার না থাকলেও থাকছেন দুই বাংলাদেশি থ্রোয়ার বুলবুল আহমেদ ও আরকে সেন্টু।


এবারের আইপিএলে কোনো বাংলাদেশি ক্রিকেটার খেলবেন না। কিন্তু আইপিএল ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স হায়দরাবাদের অংশ হবেন দুই বাংলাদেশি। বুলবুল আহমেদ ও আর কে সেন্টু—বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের দুই থ্রোয়ারের এবার চাকরি হয়েছে সানরাইজার্সে।

যেকোনো দলের নেট অনুশীলনেই এই থ্রোয়ারদের একটা ভূমিকা থাকে। হাতে ডগস্টিক (বল থ্রো করা হয় যেটি দিয়ে) এঁরা ব্যাটসম্যানদের দিকে বল ছুড়ে যান। বুলবুল ও সেন্টু বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে আছেন বেশ অনেক দিন ধরেই।

মূলত বাংলাদেশ দলের কম্পিউটার অ্যানালিস্ট শ্রীনিবাস চন্দ্রশেখরনের সুপারিশেই সানরাইজার্সে চাকরি হয়েছে বুলবুল ও সেন্টুর। শ্রীনিবাস বাংলাদেশ দলের পাশাপাশি ও সানরাইজার্সের হয়েও কাজ করেন। তিনিই এই দুজনের থ্রোয়িংয়ের ভিডিও সানরাইজার্স কর্মকর্তাদের কাছে পাঠান। এর পরপরই আইপিএলে সুযোগ হয়ে যায় তাঁদের।

শ্রীনিবাস অবশ্য কৃতিত্বটা বুলবুল আর সেন্টুকেই দিচ্ছেন। প্রথম আলোকে বলেছেন, ‘আপনারা তো কাছ থেকে দেখেছেন ওরা কতটা ভালো কাজ করছে। এখন ওদের একটু সুযোগ দেওয়া হলো, আরও ভালো করার। আশা করি ওরা সামনে এগিয়ে যাবে।’

মার্চের ২৩ তারিখ হায়দরাবাদ দলের সঙ্গে যোগ দেওয়ার কথা দুজনের। আইপিএলের ১৩তম আসর শুরু হবে মার্চের ২৯ তারিখ। প্রথম ম্যাচ মুখোমুখি হবে দুই বড় দল মুম্বাই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস।


উপদেষ্টা সম্পাদক: ডি. মজুমদার
সম্পাদক: মীর আক্তারুজ্জামান

সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০ ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :