2024-04-20 02:07:43 pm

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন মসিকের বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ মহব্বত আলী

www.focusbd24.com

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন মসিকের বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ মহব্বত আলী

২৫ এপ্রিল ২০২১, ২০:১৪ মিঃ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন মসিকের বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ মহব্বত আলী

গত ১৪-০৩-২০২১ তারিখে দৈনিক জাগ্রত বাংলা পত্রিকায় প্রকাশিত ‘ময়মনসিংহ সিটির বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মহব্বতের ১০ বছরে ৫ কোটি টাকার সম্পদ’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানানো হয়েছে। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ মহব্বত আলী লিখিত প্রতিবাদপত্রে জানিয়েছেন, সংবাদটিতে তার বিরুদ্ধে যে সকল অভিযোগ উপস্থাপন করা হয়েছে তার কোনো সত্যতা নেই। মনগড়া তথ্য প্রচার করা হয়েছে। প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট, মনগড়া এবং কাল্পনিক। তাকে পারিবারিক, সামাজিক এবং প্রশাসনিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য সংবাদটি প্রকাশ করা হয়েছে। প্রকাশিত সংবাদের প্রতিটি অংশ দৃঢ়ভাবে প্রত্যাখান করে তিনি বলেন, কাউকে চাকরি পাইয়ে দেওয়ার ক্ষমতা তার নেই। কর্তৃপক্ষ যাচাই-বাছাই করে যোগ্যতা অনুযায়ী সবাইকে নিয়োগ দিয়ে থাকেন। তাছাড়া ময়মনসিংহ সিটি কর্পোরেশন ছাড়াও অন্যান্য প্রতিষ্ঠানে একই পরিবারের সদস্য এবং আত্মীয়-স্বজনদের চাকরি পাওয়ার বহু নজির রয়েছে। তিনি বলেন, অবৈধভাবে তিনি কোনো টাকা এবং সম্পদ অর্জন করেননি। একাধিক প্লট ও জমি ক্রয় করার বিষয়টি অবান্তর। ডাকঘরে সঞ্চয়পত্র ও ব্যাংকে তার কোনো এফডিআর নেই।
প্রতিবাদপত্রে বলা হয়, কোটেশন ও প্রকল্পের কাজ নেওয়া এবং কাজ না করে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার বিষয়টিও মনগড়া এবং মোটেও সত্য নয়। তিনি যথাযথভাবে নিয়োগ পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়ে পরবর্তীতে মৌখিক পরীক্ষা দিয়ে কৃতকার্য হন। লিখিত এবং মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরই কর্তৃপক্ষ তাকে নিয়োগ দেন। চাকরিতে যোগদানের পর থেকেই তিনি কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালন করে আসছেন। অর্পিত দায়িত্ব পালন করতে গিয়ে প্রায়ই তাকে অক্লান্ত পরিশ্রম করতে হয়। প্রকাশিত সংবাদে অন্যায়ভাবে বিভিন্ন শাখায় কর্মরত অন্যান্য কর্মচারীদের দায়ভার তার উপর চাপানো হয়েছে। যা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। তিনি বলেন, উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাকে জড়িয়ে সংবাদটি প্রকাশ করা হয়েছে। পারিবারিক এবং সামাজিকভাবে আমার সম্মান হানির জন্য একটি কু-চক্রি মহল মিথ্যা তথ্য প্রদান করে এ ধরণের সংবাদ প্রকাশ করিয়েছে। আমি এই সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।


সম্পাদনায়: নাসিমুল গনি ইশরাক


উপদেষ্টা সম্পাদক: ডি. মজুমদার
সম্পাদক: মীর আক্তারুজ্জামান

সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০ ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :