2024-04-19 04:59:56 am

ওপরেই খেলতে চান সৌম্য

www.focusbd24.com

ওপরেই খেলতে চান সৌম্য

১১ মার্চ ২০২০, ০৭:২৭ মিঃ

ওপরেই খেলতে চান সৌম্য
সৌম সরকার। ফাইল ছবি।

কদিন আগে একান্ত আলাপেও বলেছেন, ৬-৭ নম্বরে কিছুটা সাফল্য পেলেও নিজেকে টপ অর্ডার ব্যাটসম্যানই মনে করেন। জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতে আবার ফিরে পেলেন পছন্দের ৩ নম্বর জায়গাটা। আর সেখানে নেমে ম্যাচ জেতানো ৬২ রানের ইনিংস খেললেন। এই ইনিংস খেলার পর সৌম্য সরকার বললেন, এটাই তার পছন্দের জায়গা।

নিজের পছন্দের জায়গার কথা বলতে গিয়ে সৌম্য বলছিলেন, তিনি দলের প্রয়োজনে ৬-৭ নম্বরে খেলেছেন। কিন্তু নিজের পছন্দের জায়গাতে খেলেই স্বস্তি পেয়েছেন, ‘আমি সবসময় ওপরেই খেলেছি। মাঝে মধ্যে যখন দলের প্রয়োজন হয়েছে ৬-৭ নম্বরে খেলেছি। যে সময় যেখানেই খেলি নিজেকে প্রমাণ করার চেষ্টা করি। হয়তো ছয় বা সাতে ওভাবে খেলতে পারিনি। অনেক দিন পর আজকে তিনে ব্যাটিং করেছি। ইচ্ছে ছিল নিজের জায়গা আবার ধরার।’

সৌম্য অবশ্য জায়গা নিয়ে এতো স্থির থাকার পক্ষে নন। তার পছন্দ টপ অর্ডার। কিন্তু দলের স্বার্থে যে কোনো জায়গায় খেলতেই রাজি আছেন তিনি। সুযোগ পেলেই পারফরম করতে চান, ‘সবসময় ওপরেই খেলেছি। পছন্দ ঐ রকম না। অনেক সময় দলের প্রয়োজন বিভিন্ন জায়গায় খেলতে হবে। ওটা নিয়ে কোনো সমস্যা নেই। যেখানে সুযোগ পাবো অবশ্যই পারফরম্যান্স করার চেষ্টা করব।’

টপ অর্ডারে এখন অনেক প্রতিযোগিতা। তামিম ইকবাল ও লিটন দাস রানে আছেন। নাঈম শেখ বাইরে বসে কড়া নাড়ছেন। সৌম্য বলছেন, এই প্রতিযোগিতা দলের জন্যই ভালো। তিনি মনে করেন, এই লড়াইয়ে যে ভালো করবে, সে টিকবে। আর লড়াইটাকে দলের জন্য ভালো মনে করেন তিনি, ‘সবাই রান করলে দলের জন্য ভালো। দলের মধ্যে সবার প্রতিযোগিতা বাড়ে। যে রান করবে দলের জন্য ভালো হবে। অবশ্যই নাঈম ভালো খেলেছে, অনেক দিন পর আমি তিনে নেমে ভালো খেললাম। আমার আগের জায়গা ধরার জন্য। যে ভালো খেলবে সেই থাকবে।’

ওপরে বা নিচে খেলেন, নিজের খেলার পরিকল্পনাটা কী হওয়া উচিত, এ নিয়ে সিনিয়রদের সঙ্গে আলাপ করছেন বলে বললেন সৌম্য, ‘ওপরে যখন খেলি একটু হলেও তো নিজের মধ্যে স্বাচ্ছন্দ্য থাকে। যেহেতু ছোটো থেকে ওখানে খেলছি। প্ল্যান থাকে কীভাবে নতুন বলে খেলা, কীভাবে সময় নিয়ে খেলা যায়। আর সাতে যখন ব্যাট করি সিনিয়র বড়ো ভাইয়ের কাছ থেকে বেশির ভাগ সময় জিজ্ঞাস করা হয়, আপনারা কীভাবে খেলেন। বুঝে নেই আমার কী করা উচিত। যেয়েই কি মারব, কী ভূমিকা থাকবে ইত্যাদি। তো ঐ ভাবে পরিকল্পনা করা। ম্যাচের ওপরে ডিপেন্ড করে আমি কোন্ পরিস্থিতিতে খেলব। নিজের প্ল্যান থাকে, সিনিয়র ভাইয়ের পরামর্শও নেই।’

সর্বশেষ পাকিস্তান সফরে নিজের পজিশনে খুব ভালো করতে পারেননি। তবে বলছেন যে, ব্যাটিংয়ের মূল পরিকল্পনা আগের মতোই আছে, ‘আগে হয়তো বা স্ট্রাইকরেট অনেক বেশি রাখার চেষ্টা করতাম, এখনো একই ব্যাপার করার চেষ্টা করি। কিন্তু সব ওভারে না, হয়তো একটা বোলার বাছাই করে, সিচুয়েশন অনুযায়ী। পাকিস্তানে সুযোগ পাইনি। ভারতে ৩ নম্বরে খেলেছিলাম, ওখানে যে ৩০-৪০ করেছি তা যদি বড়ো করতে পারতাম। তাহলে পাকিস্তানে যেয়েও নিজের জায়গা ধরে রাখতে পারতাম। এখন চিন্তা আছে যেখানে সুযোগ পাই নিজেকে মেলে ধরব।’


উপদেষ্টা সম্পাদক: ডি. মজুমদার
সম্পাদক: মীর আক্তারুজ্জামান

সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০ ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :