, ১১ বৈশাখ ১৪৩১ অনলাইন সংস্করণ

গভীর রাতে বিধবা নারীর ঘরে মেম্বার, ধরে বিয়ে দিলেন স্থানীয়রা

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ : 

গভীর রাতে বিধবা নারীর ঘরে মেম্বার, ধরে বিয়ে দিলেন স্থানীয়রা

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে গভীর রাতে বিধবা মহিলার ঘরে গিয়ে ধরা পড়ার পর মো. সাইফুল ইসলাম নামের এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে (মেম্বার) বিয়ে পড়িয়ে দিয়েছেন স্থানীয়রা।


রোববার (২ মে) সকালে উপজেলার উচাখিলা ইউনিয়নের বালিহাটা গ্রামে এ ঘটনা ঘটে। মো. সাইফুল ইসলাম উপজেলার উচাখিলা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।


পুলিশ জানায়, ইউপি সদস্য মো. সাইফুল ইসলাম শনিবার (১ মে) গভীর রাতে তার ওয়ার্ডের দুই সন্তানের জননী এক বিধবা নারীর ঘরে প্রবেশ করেন। বিষয়টি টের পেয়ে বাইরে থেকে ঘরে তালা মেরে দেন স্থানীয়রা। পরে সালিশে তাদের বিয়ের সিদ্ধান্ত হয়। দুজনের বিয়েতে সম্মতি দিলে রোববার সকালে স্থানীয় কাজী ডেকে এনে সাড়ে তিন লাখ টাকার দেনমোহরে বিয়ে সম্পন্ন করা হয়।


এ বিষয়ে জানতে ইউপি সদস্য মো. সাইফুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।


ঘটনার সত্যতা নিশ্চিত করে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদির মিয়া বলেন, ওই ইউপি সদস্যকে আটকে রেখে স্থানীয়রা ৯৯৯-এ কল দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে, এ ঘটনায় কেউ অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ - ময়মনসিংহ অঞ্চল