2024-04-20 12:35:09 am

ছাত্রকে বলাৎকারের মামলায় মাদরাসা পরিচালক কারাগারে

www.focusbd24.com

ছাত্রকে বলাৎকারের মামলায় মাদরাসা পরিচালক কারাগারে

১০ মে ২০২১, ২২:৩১ মিঃ

ছাত্রকে বলাৎকারের মামলায় মাদরাসা পরিচালক কারাগারে

ময়মনসিংহের ত্রিশালে মাদরাসাছাত্রকে (১৪) বলাৎকারের মামলায় মাদরাসা পরিচালক মুফতি ফরিদ আহম্মেদকে (৪০) কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার (১০ মে) বিকেলে ময়মনসিংহ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মুফতি ফরিদ আহম্মেদ পাঁচপাড়া মারকাজুল হিদায়াহ মাদরাসার পরিচালক।

বিষয়টি জাগ্রত বাংলাকে নিশ্চিত করেন ত্রিশাল থানার উপপরিদর্শক (এসআই) মো. আমিনুল হক।

jagonews24

মামলার নথির বরাত দিয়ে তিনি জানান, করোনায় লকডাউনের কারণে মাদরাসা বন্ধ ছিল। কিন্তু মাদরাসা পরিচালক মুফতি ফরিদ আহম্মেদ মাদরাসায় থেকে ওই ছাত্রকে প্রাইভেট পড়াতেন। এই সুযোগে গত ৮ মে রাত ১১টার দিকে ফরিদ আহম্মেদ তাকে ভয়ভীতি দেখিয়ে বলাৎকার করেন এবং কাউকে কিছু না বলার হুমকি দেন।

ওই শিশু কাউকে কিছু না বলে মাদরাসা থেকে বের হয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দিলে এসআই মো. আমিনুল হক সঙ্গীয় ফোর্সসহ ভিকটিমকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। পরে ওই শিশুর দেয়া জবানবন্দির ওপর ভিত্তি করে ত্রিশাল থানা পুলিশের একটি দল মাদরাসা থেকে মুফতি ফরিদ আহম্মেদকে গ্রেফতার করে।


উপদেষ্টা সম্পাদক: ডি. মজুমদার
সম্পাদক: মীর আক্তারুজ্জামান

সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০ ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :