2024-03-29 02:09:22 am

চীন থেকে আরও টিকা আনার চেষ্টা চলছে : স্বাস্থ্যমন্ত্রী

www.focusbd24.com

চীন থেকে আরও টিকা আনার চেষ্টা চলছে : স্বাস্থ্যমন্ত্রী

১২ মে ২০২১, ১৭:১৪ মিঃ

চীন থেকে আরও টিকা আনার চেষ্টা চলছে : স্বাস্থ্যমন্ত্রী

 চীনের উদ্ভাবিত করোনা প্রতিরোধী সিনোফার্ম টিকার ডোজ দেশে আরও আনার চেষ্টা চলছে জানিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘দেশে টিকার সংকট থাকবে না। চীন থেকে আরও ভ্যাকসিন কেনার আলোচনা চলছে। আশা করি, আগামী জুন-জুলাইয়ের মধ্যে প্রতিমাসে আমরা কিছু কিছু টিকা পাবো।’

বুধবার (১২ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় চীনা টিকা সিনোফার্মের পাঁচ লাখ ডোজ আনুষ্ঠানিকভাবে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের কাছে হস্তান্তর করেছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত লি জিমিং।

টিকা হস্তান্তর শেষে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের সব জনগণকে ভ্যাকসিনেশনের আওতায় নিয়ে আসতে সর্বোচ্চ উদ্যোগ নেওয়া হয়েছে। জুন-জুলাইয়ের মধ্যে সিনোফার্ম ভ্যাকসিনের আরও ডোজ আনা যায় কিনা সে চেষ্টা করা হচ্ছে। ভ্যাকসিন নিয়ে আসার জন্য সরকারি পর্যায় চেষ্টার কোনো গাফিলতি নেই। আশা করি, দ্রুত টিকার ব্যবস্থা হয়ে যাবে।

চীন থেকে আসা করোনা টিকার পাঁচ লাখ ডোজের সাথে প্রয়োজনীয় সংখ্যক সিরিঞ্জও পাঠিয়েছে সিনোফার্ম। তাদের দেওয়া বৈজ্ঞানিক তথ্য বলছে, এ ভ্যাকসিন করোনার বিরুদ্ধে ৭৯ শতাংশ কার্যকর। অ্যাস্ট্রাজেনেকার মতো এ টিকাও দুই ডোজ নিতে হবে।


উপদেষ্টা সম্পাদক: ডি. মজুমদার
সম্পাদক: মীর আক্তারুজ্জামান

সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০ ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :