, ১২ বৈশাখ ১৪৩১ অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ময়মনসিংহের ১৫ হাজার অসহায়

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ : 

প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ময়মনসিংহের ১৫ হাজার অসহায়

ময়মনসিংহের ১৫ হাজার গরিব-অসহায় মানুষকে প্রধানমন্ত্রীর উপহার শাড়ি-লুঙ্গি পৌঁছে দিয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।

বুধবার (১২ মে) বিকেলে নগরীর মহিলা ক্রীড়া সংস্থা মাঠে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, জেলা পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামানসহ সরকারি কর্মকর্তারা।

jagonews24

গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী বলেন, ‘এই দুর্যোগের মুহূর্তেও যেন সবাই ঘরে থেকে ঈদ উদযাপন করতে পারেন সেজন্য এই আয়োজন। এই দেশে অসহায়দের সহায় হচ্ছেন প্রধানমন্ত্রী। যত দুর্যোগই আসুক না কেন, তিনি আপনাদের পাশে ছিলেন, আছেন এবং থাকবেন। তাই আপনারা সরকারি নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে চলুন এবং করোনা মোকাবিলায় সরকারকে সহযোগিতা করুন।’

ঈদের একদিন আগে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেয়ে খুশি নারী-পুরুষেরা। তারা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন। এছাড়া গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রীর সংসদীয় আসন ফুলপুর ও তারাকান্দা উপজেলায় তার পক্ষ থেকে ১০ হাজার শাড়ি-লুঙ্গি বিতরণ করেন প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

  • সর্বশেষ - ময়মনসিংহ অঞ্চল