2024-04-24 07:53:09 pm

বামে মোড়?

www.focusbd24.com

বামে মোড়?

২১ মে ২০২১, ২২:৩০ মিঃ

বামে মোড়?

সড়ক মোড় নিয়েছে ডানে। কিন্তু খুঁটিতে বসানো নির্দেশনায় লেখা ‘বামে মোড়’। স্থানীয় সরকার প্রকৌশলী অধিদফতরের (এলজিইডি) এই নির্দেশনা মেনে গাড়ি চালাতে গেলে সোজা পড়তে হবে খাদে।

নেত্রকোনার সিংরাজান-যোগাড়পাড় এলাকায় এমনই এক ভুল নির্দেশনা দেখা গেছে। এ কারণে যে কোনো মুহূর্তে দুর্ঘটনার আশঙ্কা জানিয়ে স্থানীয়রা বলছেন, বড় দুর্ঘটনা এড়াতে দ্রুত ভুলটি সংশোধন করতে হবে।

স্থানীয় সূত্রে জানা যায়, নেত্রকোনা সদর উপজেলার ঠাকুরাকোণা থেকে বারহাট্টা উপজেলার ফকিরের বাজারের যাওয়ার পথে সিংরাজান-যোগাড়পাড় এলাকায় এলজিইডির এ ভুল নির্দেশনা নিয়ে আলোচনা তৈরি হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, অপরিচিত কোনো যানবাহন চালক এ পথে নির্দেশনা মতে গেলেই ঘটবে দুর্ঘটনা। এরই মধ্যে অনেকেই এই সড়কে চলতে গিয়ে পড়েছেন বিভ্রান্তিতে। উল্টো নির্দেশনায় মুখোমুখি হয়েছেন দুর্ঘটনার।

এবারের ঈদে সিলেট থেকে বারহাট্টা উপজেলার বাট্টাপাড়া গ্রামে বেড়াতে এসেছেন চন্দন বর্মণ সৌরভ। তিনি  বলেন, ‘রাতে ওই সড়ক দিয়ে যাওয়ার সময় ভুল নির্দেশক দেখে আমি দুর্ঘটনার মুখোমুখি হয়েছিলাম। অল্পের জন্য রক্ষা পেয়েছি। কর্তৃপক্ষের এমন উদাসীনতা যে কোনো সময় প্রাণহানি ঘটতে পারে। তাদের আরও সতর্ক হয়ে এগুলো দেখভাল করা উচিত।’

jagonews24

নেত্রকোনা জেলা সুজনের সভাপতি শ্যামলেন্দু পাল এ বিষয়ে বলেন, ‘এটি একটি মারাত্মক ভুল। এটি এলজিইডির উদাসীনতার বহিঃপ্রকাশ। এজন্য দুর্ঘটনা ঘটলে কে দায় নেবে? অবশ্যই এর সঙ্গে জড়িতদের সতর্ক করে দিতে হবে, ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা আর না ঘটে।’

এ বিষয়ে জানতে চাইলে নেত্রকোনা সদর এলজিইডির উপজেলা প্রকৌশলী লুৎফর রহমান ‘কর্তৃপক্ষের অনুমতি ছাড়া’ কথা বলতে রাজি হননি। তবে বিষয়টি সমাধানের আশ্বাস দেন তিনি।

জেলা পুলিশের দেয়া তথ্য মতে, নেত্রকোনায় গত এক বছরে সড়ক দুর্ঘটনায় ২৪ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনারোধে কর্তৃপক্ষের সচেতন নজরদারির দাবি করে আসছেন এলকাবাসী।


উপদেষ্টা সম্পাদক: ডি. মজুমদার
সম্পাদক: মীর আক্তারুজ্জামান

সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০ ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :