2024-03-29 02:48:58 pm

TikTok সরাসরি নেই, তবে এই ডেটিং অ্যাপে তার সব ফিচার আছে!

www.focusbd24.com

TikTok সরাসরি নেই, তবে এই ডেটিং অ্যাপে তার সব ফিচার আছে!

৩১ মে ২০২১, ১২:৩৬ মিঃ

TikTok সরাসরি নেই, তবে এই ডেটিং অ্যাপে তার সব ফিচার আছে!

প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় চিনের সঙ্গে মুখোমুখি হওয়ার পর ও গালওয়ানে ভারতীয় সেনা শহিদ হওয়ার পর থেকে চিনের একাধিক অ্যাপ এদেশে নিষিদ্ধ হয়েছে। যার ফলে TikTok-এর মতো জনপ্রিয় অ্যাপকেও বিদায় নিতে হয়েছে। এই পরিস্থিতিতে বেশ কয়েকটি নতুন অ্যাপ বাজারে এনেছে বিভিন্ন সংস্থা। যার কয়েকটিতে TikTok-এর ফিচারও রয়েছে। তবে, বাজারে সদ্য আসা একটি ডেটিং অ্যাপ, ডেটিং ফিচারের পাশাপাশি ভিডিওর সুবিধেও দিচ্ছে। যা আকর্ষণ করছে নেটিজেনদের।

Tinder, Bumble-এর পর বাজারে এসেছে Snack App। কিম্বারলে কাপলান (Kimberly Kaplan)-এর এই অ্যাপের বৈশিষ্ট্য ডেটিং ফিচারের সঙ্গে পাওয়া যাচ্ছে ভিডিও ফিচারও। টেক বিশেষজ্ঞরা বলছেন, এই ভিডিও ফিচারের সঙ্গে TikTok-এর মিল রয়েছে। আর তাই এই অ্যাপের জনপ্রিয়তা বাড়ছে।

Tech Crunch-এর রিপোর্ট অনুযায়ী, Tinder, Bumble-এর মতোই ডেটিং ফিচার রয়েছে এই অ্যাপে। এই অ্যাপ যিনি বানিয়েছেন অর্থাৎ কিম্বারলে কাপলান, আগে ডেটিং অ্যাপ প্লেন্টি অফ ফিশ (Plenty of Fish)-এর প্রোডাক্ট, মার্কেটিং ও রেভিনিউ টিমে ছিলেন। সেখানে কাজ করতে গিয়েই তিনি দেখেন, বর্তমান প্রজন্মের বেশিরভাগ মানুষ যারা এই ধরনের অ্যাপের মাধ্যমে বন্ধু বা সঙ্গী খুঁজে নেয়, তারা কিন্তু এই অ্যাপ বেশি দিন ব্যবহার করে না।

কাপলানের লক্ষ্য করেন, ডেটিং অ্যাপে ইউজাররা পরিচয়ের পর একে অপরকে অন্যান্য সোশ্যাল মিডিয়া অ্যাপ, যেমন- Instagram, Facebook, SnapChat বা TikTok-এ খুঁজে নেয় এবং কথা বলার মাধ্যম হিসেবে সেই অ্যাপগুলিকেই ব্যবহার করে। ফলে এই সকল ডেটিং অ্যাপ ব্যবহার কমে যায়। এর কারণ খুঁজতে গিয়ে দেখা গিয়েছে, ডেটিং অ্যাপগুলির থেকে এই অ্যাপগুলিতে অনেক বেশি স্বাচ্ছ্যন্দ বোধ করে তারা।

এবার আসা যাক Snack App-এ। জেনে নেওয়া যাক কী ভাবে কাজ করে এই অ্যাপ-

ছবি আপলোড ও ডেটিং অ্যাপের অন্যান্য ফিচারের মতোই সমস্ত ফিচার আছে এই অ্যাপে। তবে, এখানে ছবির পাশাপাশি ছোট ভিডিও দেওয়া যেতে পারে। অর্থাৎ ছবি দেখে কাউকে না বুঝতে পারলে ভিডিওর সাহায্য নেওয়া যেতে পারে।

সংস্থার দাবি, এই ফিচারের ফলে অনেকটা বেশি স্বচ্ছতা বজায় থাকে এবং বিশ্বাসও তৈরি হয়।

অন্যান্য ডেটিং অ্যাপের মতো সব ফিচার এই অ্যাপে থাকলেও লোকেশনের বিষয়টি থাকে না। অর্থাৎ কোনও একটি নির্দিষ্ট এলাকার মানুষকেই বন্ধু বা সঙ্গী হিসেবে পাওয়া যাবে, এমন কোনও ব্যাপার নেই। যদিও এই বিষয়টিকে অনেকেই ভালো ভাবে নেননি। তবুও সংস্থার দাবি, সঙ্গী বেছে নেওয়ার ক্ষেত্রে এলাকা নির্দিষ্ট করা না থাকলেই ভালো।

TikTok-এর দ্বারা অনুপ্রাণিত-

কাপলান জানিয়েছেন, এই অ্যাপের ভিডিও ফিচারটি তৈরি করা TikTok-এর দ্বারা অনুপ্রাণিত হয়ে। Snack-এর এই ফিচারটি মানুষকে আকৃষ্ট করছে ও আগামীদিনেও করবে বলে মনে করছেন টেক-বিশেষজ্ঞরা।

সূত্রঃ  সলিড নিউজ২৪বিডি


উপদেষ্টা সম্পাদক: ডি. মজুমদার
সম্পাদক: মীর আক্তারুজ্জামান

সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০ ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :