, ১২ বৈশাখ ১৪৩১ অনলাইন সংস্করণ

ফিনল্যান্ড লিড নিতেই জামালকে খুদেবার্তা তারিকের

  স্পোর্টস ডেস্ক

  প্রকাশ : 

ফিনল্যান্ড লিড নিতেই জামালকে খুদেবার্তা তারিকের

ডেনমার্ক ও ফিনল্যান্ডের ম্যাচ চলাকালীন এরিকসেন মাঠে পড়ে অজ্ঞান হওয়ার পর কিছু সময় পুরো ফুটবল দুনিয়া ছিল উৎকন্ঠায়। অনেকেই আশংকায় ছিলেন ডেনিশ তারকা কি বাঁচবেন?

বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তের ফুটবলাররা সামাজিক যোগাযোগ মাধ্যমে এরিকসেনের দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা। শেষ পর্যন্ত এরকিসেনের জ্ঞান ফেরা এবং স্থগিত ম্যাচটি পূনরায় শুরুর মধ্যে দিয়ে স্বস্তি।

ম্যাচ ঘিরে কাতারে অবস্থানরত বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সদস্যরাও হয়েছিলেন বিভক্ত। কেউ সমর্থন দেন জামাল ভূঁইয়ার ডেনমার্ককে, কেউ তারিক কাজী ফিনল্যান্ডকে। হোটেলে টিভিতে খেলা দেখার সুযোগ না থাকায় যে যার মোবাইলে ফলো করেছেন ইউরো কাপের ম্যাচটি।

জামাল ভূঁইয়া ম্যাচের আগে বলেছিলেন ডেনমার্ক ২-০ গোলে জিতবে। দুর্দান্ত খেলেছে তার দল। কিন্তু হেরে গেছে ১-০ গোলে। ম্যাচ শুরুর আগে কিংবা ম্যাচ চলাকালীন জামাল ও তারিক কাজীর মধ্যে কি কথা হয়েছিল হোটেলে?

‘ম্যাচের আগে তারিক আমার কাছে জানতে চেয়েছিল আমি খেলা দেখবো কিনা। আমি তাকে বলেছিলাম অবশ্যই দেখবো। তারপর খেলা শুরু হলো। পুরো ঘটনাতো সবারই জানা’- বলছিলেন জামাল।

ফিনল্যান্ড জেতার পর তারিকের সঙ্গে কী কথা হয়েছে এ নিয়ে? জামালের জবাব, ‘খেলা চলাকালীন জামাল আর আমার মধ্যে খুদেবার্তার মাধ্যমে যোগাযোগ হয়েছে। ফিনল্যান্ড যখন লিগ নিলো তখন তারিক আমাকে ম্যাসেজ দেয়। আবার জেতার পরও একটা ম্যাসেজ দিয়েছে।’

ম্যাচ এবং এরিকসেনের অসুস্থ হওয়া নিয়ে জামাল বলেছেন, ‘আমি জানতাম না এরিকসেন হার্টঅ্যাটাক করেছে। জানার পর আমার খুব খারাপ লেগেছে। সবাই তার জন্য দোয়া করেছে।’

  • সর্বশেষ - খেলাধুলা