, ৬ বৈশাখ ১৪৩১ অনলাইন সংস্করণ

বন্ধ হয়ে গেছে হংকংয়ের গণতন্ত্রপন্থী পত্রিকা অ্যাপল ডেইলির প্রকাশনা

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ : 

বন্ধ হয়ে গেছে হংকংয়ের গণতন্ত্রপন্থী পত্রিকা অ্যাপল ডেইলির প্রকাশনা

বন্ধ হয়ে গেছে হংকংয়ের গণতন্ত্রপন্থী পত্রিকা অ্যাপল ডেইলির প্রকাশনা। আজ বুধবার চীন ও হংকং প্রশাসনের সমালোচক হিসেবে পরিচিত পত্রিকাটির মালিকানাধীন প্রতিষ্ঠান এ ঘোষণা দিয়েছে।

অ্যাপল ডেইলির প্রতিষ্ঠাতা জিমি লাই বর্তমানে কারাগারে রয়েছেন। সম্প্রতি গ্রেফতার করা হয় পত্রিকার প্রধান সম্পাদক রায়ান ল, প্রধান নির্বাহী কর্মকর্তা চিয়াং কিম-হাং, প্রধান পরিচালনাকারী কর্মকর্তা চৌ তাত-কুয়েন, উপ প্রধান সম্পাদক পুইম্যান এবং প্রধান নির্বাহী সম্পাদক চিয়াং চি-ওয়াইকে।

জাতীয় নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে গত সপ্তাহে অ্যাপল ডেইলির অফিস ঘেরাও করে হংকং পুলিশ। এরপরই এর প্রধান সম্পাদকসহ অ্যাপল ডেইলির ৫ কর্মকর্তাকে গ্রেফতার করা হয়। কোম্পানির ১৮ মিলিয়ন ডলারের সম্পদও জব্দ করা হয়েছে। 

আগামী শুক্রবার অ্যাপল ডেইলি পত্রিকাটি চালু বা বন্ধের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল। কিন্তু বুধবারই পত্রিকাটির প্রকাশনা বন্ধ করা হয়েছে।  

সূত্র : বিবিসি

 

  • সর্বশেষ - মিডিয়া