2024-04-19 05:26:33 pm

নায়ক হতে পারবেন না রণভীর সিং, বলেছিলেন করণ জোহর

www.focusbd24.com

নায়ক হতে পারবেন না রণভীর সিং, বলেছিলেন করণ জোহর

২৭ জুন ২০২১, ১৪:৩৩ মিঃ

নায়ক হতে পারবেন না রণভীর সিং, বলেছিলেন করণ জোহর

বলিউডে বর্তমানে সেরা জনপ্রিয়দের তালিকা করলে উপরের সারিতেই আসবে রণভীর সিংয়ের নাম। একের পর এক ব্লকবাস্টার সিনেমা তিনি উপহার দিয়েছেন। কাজ করেছেন বেশ কিছু প্রশংসিত চরিত্রেও। যা তাকে অনন্য করে তুলেছে।

তার ভক্তের সংখ্যা অনেক বলিউড তারকার জন্যই ঈর্ষার। নারী ভক্তের অভাব নেই। বিয়ে করেছেন ইন্ডাস্ট্রির নাম্বার ওয়ান নায়িকা দীপিকা পাড়ুকোনকে।

অথচ এই রণভীরকেই কি না চেহারা নিয়ে কটু কথা শুনতে হয়েছিলো বলিউডের নামজাদা প্রযোজক করণ জোহরের কাছ থেকে।

করণের সঙ্গে রণভীরের প্রথম দেখার সময় এমনটাই নাকি ঘটেছিলো। করণের মনে হয়েছিল ভবিষ্যতে বলিউডের তারকা হয়ে ওঠার মতো কোনো গুণ নেই রণভীরের। তার মুখটাও নায়কসুলভ নয়।

ভারতীয় টিভির এক এক চ্যাট শোতে নিজের এই ধারণার কথা অকপটে স্বীকারও করেছিলেন করণ। সামনে তখন বসা ছিলেন রণভীর সিং।

বলিউডে করণ জোহরকে বলা হয় তারকা চেনা ‘জুহুরীর চোখ’। সেই তিনিই কি না রণভীরকে চিনতে ভুল করলেন! তিনি বলেছিলেন বলিউডে একজন তারকা হয়ে উঠতে গেলে যা যা মশলার প্রয়োজন তার একটিও নেই ‘গল্লি বয়’ -এর মধ্যে।

শো'টিতে করণ বলেন, ‘বছর দশেক আগে রণভীরের সঙ্গে প্রথম মোলাকাতে মনের হয়েছিল ও এতটাই সাধারণ যে তারকা হয়ে ওঠার মতো কোনো যোগ্যতাই ওর নেই। তারপর যখন ওর অভিনয় দেখলাম, স্রেফ থ মেরে গেছিলাম। মনে হয়েছিল ছেলেটা অভিনয় পারে। এবং বেশ ভালোই পারে।’

এখানেই শেষ না করে করণ আরও বলেন যে সুন্দর দেখতে বা দারুণ পেটানো চেহারা থাকাটা ‘বোনাস’ কিন্তু সেই ব্যক্তি যদি অভিনয়টাই না পারে তাহলে কিছুই লাভ হবে না। তিনি তার প্রযোজনার অফিসে অভিনয়ের সুযোগ খুঁজতে আসা প্রতিটি ছেলে মেয়েকে জিজ্ঞেস করেন তাদের অভিনয়টা আসে কি না। কারণ দিনের শেষে ওটাই সবথেকে গুরুত্বপূর্ণ।

রণবীর সিং করণ জোহর প্রযোজিত ছবি ‘সিম্বা’তে অভিনয় করেন। ছবিটির বিশ্বব্যাপী বক্স অফিস কালেকশন ছিল ৪০০ কোটি টাকারও বেশি।


উপদেষ্টা সম্পাদক: ডি. মজুমদার
সম্পাদক: মীর আক্তারুজ্জামান

সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০ ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :