, ৭ বৈশাখ ১৪৩১ অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় বাড়ছে লাশের সারি, অক্সিজেন সংকটে প্রাণ গেল ৭ জনসহ মোট ১৪ জনের

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ : 

সাতক্ষীরায় বাড়ছে লাশের সারি, অক্সিজেন সংকটে প্রাণ গেল ৭ জনসহ মোট ১৪ জনের

এবার সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অক্সিজেন ফুরিয়ে যাওয়ায় বুধবার (৩০ জুন) সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত ৭ জন মারা গেছেন। এদের মধ্যে দুইজন করোনা পজিটিভ ছিলেন এবং বাকিদের করোনার উপসর্গ ছিল।

জানা গেছে, হঠাৎ হাসপাতালে অক্সিজেনের সংকট দেখা দিলে এই বিপর্যয় ঘটে। এদের মধ্যে হাসপাতালের আইসিইউতে তিনজন এবং ওয়ার্ডে ৪ জন মারা গেছেন।

যারা মারা গেছেন তারা হলেন- আশাশুনির আব্দুল হামিদ (৭৫), কালিগঞ্জের আকরাম হোসেন (৩৭), শহরতলীর ইটাগাছার খায়রুন নেছা (৪০), কুখরালি এলাকার নাজমা খাতুন (৫০), খাইরুন নেছা (৪০) ও মো রবিউল ইসলাম পারভেজ (৫৪)। অন্যদের নাম জানা যায়নি।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা বিভাগের দায়িত্বে থাকা একজন সিনিয়র চিকিৎসক নাম প্রকাশ না করার শর্তে বলেন, বুধবার সকাল থেকে মোট ১৪ জন রোগীর মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্ধ্যায় অক্সিজেনে ঘাটতি দেখা দিলে মাত্র ১৫ মিনিটের মধ্যে চারজন রোগীর মৃত্যু হয়। পরবর্তীতে আরও তিনজনের মৃত্যু হয়।

সাতক্ষীরা শহরতলীর কুকরালী গ্রামের মো. আব্দুল হাসিব জানান, করোনায় আক্রান্ত হয়ে তার চাচী নাজমা খাতুন হাসপাতালের আইসিইউতে ভর্তি হন। মাগরিবের আজানের পর থেকে আইসিইউতে অক্সিজেন সংকট শুরু হয়। এ সময় তার মৃত্যু হয়। তিনি জানান, এ সময় হাসপাতালের প্রতিটি রোগী প্রচণ্ড কষ্ট পাচ্ছিল। অক্সিজেনের অভাবে এক ঘণ্টা ১৫ মিনিটের মধ্যে তার সামনে তিনজন রোগীর মৃত্যু হয়।

এ বিষয়ে মেডিকেল কলেজ হাসপাতালের ডাটা এন্ট্রি অপারেটর ও কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত মো. শহীদ আনোয়ার জানান, এ পর্যন্ত ৭ জন মারা গেছেন। এদের মধ্যে দুইজন করোনা শনাক্ত ছিলেন। আর বাকিদের উপসর্গ ছিল। আইসিইউতে তিনজন ও অন্যরা ওয়ার্ডে মারা গেছেন।

  • সর্বশেষ - করোনা আপডেট