2024-03-29 03:02:38 pm

ভারতের বেশ কিছু রাজ্যে ব্যাপক তাপপ্রবাহের আশঙ্কা

www.focusbd24.com

ভারতের বেশ কিছু রাজ্যে ব্যাপক তাপপ্রবাহের আশঙ্কা

০২ জুলাই ২০২১, ০৯:৫৩ মিঃ

ভারতের বেশ কিছু রাজ্যে ব্যাপক তাপপ্রবাহের আশঙ্কা

বর্ষার আবহ ইতোমধ্যে শুরু হয়েছে ভারতে। তারপরও আবহাওয়ার উল্টোচিত্রের আভাস পাওয়া যাচ্ছে ভারতের বেশ কিছু রাজ্যে।  

ভারতের আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে বলা হচ্ছে, বেশ কয়েকটি রাজ্যে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। আগামী দুদিনের মধ্যে সেই সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদফতর বলছে, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উত্তরপ্রদেশের পশ্চিম অংশ, রাজস্থানের উত্তর ভাগ, এবং মধ্যপ্রদেশের উত্তর-পশ্চিম অংশে মূলত তাপপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। 

পাশাপাশি রাজস্থানের উত্তর ভাগেও একই পরিস্থিতি তৈরি হতে পারে বলে সতর্ক করা হয়েছে পূর্বাভাসে।

আবহাওয়া অধিদফতর জানাচ্ছে, পাকিস্তান থেকে আসছে শুকনো বাতাস। আর তা ঢুকছে ভারতের উত্তর-পশ্চিম অংশে। আর তাই সেখানকার কোনো কোনো জায়গায় তাপপ্রবাহ বয়ে যেতে পারে। 

গত কয়েকদিনে কোথাও কোথাও তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে বলেও উল্লেখ করা হয়েছে। তবে এরইমধ্যে ভারতের বেশ কিছু অঞ্চলে প্রবেশ করেছে উত্তর-পশ্চিম মৌসুমী বায়ু। এর ফলে দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টিও শুরু হয়েছে। তবে হরিয়ানা, দিল্লি, পাঞ্জাবের কিছু অংশ, পশ্চিম রাজস্থান এবং উত্তরপ্রদেশ এখনও শুষ্কই রয়ে গেছে।


উপদেষ্টা সম্পাদক: ডি. মজুমদার
সম্পাদক: মীর আক্তারুজ্জামান

সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০ ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :