, ১২ বৈশাখ ১৪৩১ অনলাইন সংস্করণ

ময়মনসিংহে ৫৭০ জনকে ৪ লক্ষাধিক টাকা জরিমানা

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ : 

ময়মনসিংহে ৫৭০ জনকে ৪ লক্ষাধিক টাকা জরিমানা

করোনার সংক্রমণ ঠেকাতে সরকার ঘোষিত লকডাউনের দ্বিতীয় দিনে ময়মনসিংহে ৫৭০ জনকে চার লক্ষাধিক টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (০২ জুলাই) সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত জেলাজুড়ে ৫২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব ও পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও ছিলেন। 

অতিরিক্ত জেলা প্রশাসক আয়েশা হক জানান, লকডাউন বাস্তবায়নে ময়মনসিংহ জেলার ১৩টি উপজেলায় ১৩ জন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, ১৩ জন সহকারী কমিশার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং জেলা প্রশাসনের নিয়োজিত ২৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান পরিচালনা করে।

তিনি আরও জানান, অভিযানে সরকারি বিধিনিষেধ অমান্য করায় ৫৭০টি মামলায় ৪ লাখ ৬ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করা হয়। ম্যাজিস্ট্রেটদের সঙ্গে পুলিশের ১৮টি টিম, সেনাবাহিনীর ১০টি টিম, বিজিবির চারটি টিম,  র‍্যাবের তিনটি টিম, এপিবিএন এক ও আনসারদের চারটি টিমের পাশাপাশি স্কাউট, বিএনসিসি ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরাও মাঠে কাজ করে।
 
শুক্রবার সকাল থেকে নগরীর বেশ কিছু সড়ক ঘুরে প্রশাসনের কঠোর অবস্থানের চিত্র দেখা যায়। বৃষ্টি উপেক্ষা করেই বসানো হয় চেকপোস্ট। নির্বাহী ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমাণ আদালতের পাশাপাশি সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের গাড়ি টহল দিতে দেখা যায় সড়ক মহাসড়কে।

  • সর্বশেষ - ময়মনসিংহ অঞ্চল