2024-04-25 04:35:56 am

তাহলে কি টাইগারদের পাকিস্তান সফর স্থগিত হচ্ছে!

www.focusbd24.com

তাহলে কি টাইগারদের পাকিস্তান সফর স্থগিত হচ্ছে!

১৪ মার্চ ২০২০, ২৩:৩৯ মিঃ

তাহলে কি টাইগারদের পাকিস্তান সফর স্থগিত হচ্ছে!
নাজমুল হাসান পাপনের সংবাদ সম্মেলন। ফাইল ছবি

করোনা ভাইরাস আতঙ্কে খেলাধুলার বেশির ভাগ বৈশ্বিক আসরই সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। ফুটবলের লা লিগা, উয়েফা লিগ, ইংলিশ প্রিমিয়ার লিগ, ইউরোপা লিগসহ বেশির ভাগ আসর এরই মধ্যে স্থগিত করা হয়েছে। ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার ভারত সফর, অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ড সিরিজও বন্ধ। ভারতের আইপিএলও পিছিয়ে দেয়া হয়েছে।

এমন আতঙ্কের পর বাংলাদেশের শেষ ধাপের পাকিস্তান সফরও ঝুলে আছে। এক ওয়ানডে ও এক টেস্ট খেলার জন্য চলতি মাসের শেষদিকে টাইগারদের করাচি যাওয়ার কথা। শনিবার (১৩ মার্চ) বিকেলে এই বিষয়ে কথা বলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তবে তিনি পাকিস্তান সফর স্থগিত কিংবা ক্রিকেট দলের পাকিস্তানে যাওয়া ব্যাপারে সরাসরি কোন কথা বলেননি। তিনি বলেন, ‘পিসিবির সঙ্গে কথা বলে দুই-এক দিনের ভেতর আমরা সিদ্ধান্ত জানাবো।’

বিসিবি সভাপতি সারা বিশ্বের পরিবেশ-পরিস্থিতির আলোকে বোঝানোর চেষ্টা করেন, পাকিস্তানে খেলতে যাওয়া এখন শুধু দুই দেশের সরকার, বোর্ডের হাতেই সীমাবদ্ধ নেই। করোনার কারণে অনেক দেশের সাথে বিমান যোগাযোগও প্রায় বন্ধ হবার উপক্রম। তাই বিষয়টি দিনকে দিন জটিলই হয়ে পড়েছে এবং অনিশ্চয়তাও এসে ভর করেছে।

বিসিবি সভাপতির মতে, ‘চতুর্দিকে চলাচলে অনেক কড়াকড়ি ও নিরাপত্তার বেষ্টনী চলে এসেছে। কাজেই অনিশ্চয়তা তো আছে। আমরা অপেক্ষা করছি, আশা করছি যে কাল পরশুর মধ্যেই চূড়ান্ত একটা কিছু হয়ে যাবে। এটা ইতোমধ্যেই প্রক্রিয়াধীন আছে। কাল পরশুর মধ্যেই ফাইনাল একটা কিছু জানাতে পারব। তবে যেটা বললাম সব জায়গায় যেভাবে নিষেধাজ্ঞা দেয়া হচ্ছে, তাতে পাকিস্তান সফরের সম্ভাবনা খুবই কঠিন।’

তিনি বলেন, এই যে শ্রীলঙ্কা, ভারতে যেটা হয়েছে, বাইরে থেকে দেশে গেলে ১৪ দিনের কোয়ারেন্টাইন। আমাদের প্লেয়ারদের যদি ফিরে এসে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হয়, তাহলে তো মুশকিল। এইগুলো আপনাদের জানতে হবে, বুঝতে হবে। যতদিন যাচ্ছে রেস্ট্রিকশন বাড়ছে। এই জন্য হয়তো এটা আমাদের অন্য সময় করতে হতে পারে।’

বিসিবি সভাপতি অন্য দেশের সিরিজগুলোর উদাহরণ টেনে বলেন, ‘আপনারা যদি দেখেন, বাইরের অনেকগুলো গুরুত্বপূর্ণ সিরিজই এখন বন্ধ হয়ে গেছে। আইপিএলের মত টুর্নামেন্টও পিছিয়ে দিয়েছে। স্বাভাবিকভাবেই সবাই যখন পিছিয়ে দিয়েছে, শুধু আমাদের জন্য নয়, সবার জন্যই চিন্তার বিষয়।’


উপদেষ্টা সম্পাদক: ডি. মজুমদার
সম্পাদক: মীর আক্তারুজ্জামান

সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০ ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :