, ১২ বৈশাখ ১৪৩১ অনলাইন সংস্করণ

মাহফিল থেকে ফেরার পথে প্রাণ গেলো চারজনের

  অনলাইন ডেস্ক

  প্রকাশ : 

মাহফিল থেকে ফেরার পথে প্রাণ গেলো চারজনের
সিরাজগঞ্জ ২৫০ শয্যার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল। ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে কামারখন্দে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে তিন মাদ্রাসাছাত্র ও শিক্ষকসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১০ জন।

বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে উপজেলার ঢাকা-রাজশাহী মহাসড়কের কাশেম মোড়ে রবিবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শিক্ষক ইমরান হোসেন (৩০), মাদ্রাসার ছাত্র আবদুল খালেদ (১৫), ইয়াসিন আরাফাত (১৮) ও ইলিয়াস হোসেন (১৭)।

বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানার ওসি সৈয়দ সহিদ আলম বলেন, ইসলামি মাহফিলে যোগদান শেষে মাদ্রাসাছাত্র ও শিক্ষক বহনকারী বাসটি নওগাঁ থেকে ঢাকার বেগুনবাড়ি যাচ্ছিলো। পথে মহাসড়কের ওই স্থানে বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই দুজন ছাত্র নিহত হন। আহত হন ১১ জন।

পুলিশ ও দমকল বাহিনীর লোকজন খবর পেয়ে আহতদের উদ্ধার করেন। তাদেরকে সিরাজগঞ্জ ২৫০ শয্যার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান একজন শিক্ষক।

এদিকে আহতদের সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে ইলিয়াস হোসেন নামে আরো এক মাদ্রাসাছাত্র নিহত হন।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফরিদুল ইসলাম জানান, ওয়ার্ড ও মর্গে তিনজনের লাশ রয়েছে। গুরুতর কয়েকজনকে ঢাকায় রেফার্ড করা হয়েছে। দুর্ঘটনার পর পরই উভয় যানবাহনের চালক-হেলপার পালিয়েছে বলে সেতু পশ্চিম থানার ওসি জানান।

  • সর্বশেষ - সারাদেশ