2024-04-20 01:52:39 pm

জাপানের আপত্তিতে পতাকা সরাল দক্ষিণ কোরিয়া

www.focusbd24.com

জাপানের আপত্তিতে পতাকা সরাল দক্ষিণ কোরিয়া

১৯ জুলাই ২০২১, ০৯:২১ মিঃ

জাপানের আপত্তিতে পতাকা সরাল দক্ষিণ কোরিয়া

দক্ষিণ কোরিয়ার অলিম্পিক কমিটি জানিয়েছে, তারা টোকিওতে অলিম্পিক ভিলেজ থেকে বিতর্কিত একটা পতাকা সরিয়ে নিয়েছে। এই পতাকায় অতীতে জাপান এবং কোরিয়ার মধ্যে সংঘটিত সামরিক সংঘাতের স্মৃতি ফুটে ওঠায় তা নামিয়ে ফেলা হয়েছে।  

এপি বলছে, জাপানের কট্টর ডানপন্থি গোষ্ঠী এই পতাকার বিষয়ে আপত্তি তুলেছিল। এরপর শনিবার দক্ষিণ কোরিয়ার প্রতিনিধি দল জানায় তারা এটি সরিয়ে নিচ্ছে।  

অ্যাথলেট ভিলেজে দক্ষিণ কোরিয়ার অ্যাথলেটদের রুমের বারান্দায় পতাকাটি টানানো হয়েছিল। এ পতাকাটিতে বার্তা দেওয়া হয়েছিল- ৫ কোটি কোরিয়ানের প্রতি আমাদের এখনও সমর্থন রয়েছে। 

১৫৯২-১৫৯৮ সালে জাপান-কোরিয়া সংঘাতের সময় কোরিয়ান একজন অ্যাডমিরালের দেওয়া বক্তব্যের সাথে মিল রয়েছে এ বার্তার। ওই অ্যাডমিরাল কোরিয়ান একজন কর্মকর্তাকে বলেছিলেন- আমার এখনও ১২টা যুদ্ধজাহাজ টিকে আছে। এরপর তিনি জাপানি জাহাজের বড় একটা বহর ধ্বংস করেন। 

বিতর্কিত এ পতাকাটা ছাড়াও আরও একটি পতাকা নিষিদ্ধ করেছে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি। বিভিন্ন স্টেডিয়াম এবং অলিম্পিক ভেন্যুতে জাপানিজ ‘রাইজিং সান’ পতাকাটি নিষিদ্ধ করেছে অলিম্পিক কমিটি। এশিয়ার অনেকে জাপানের এ পতাকাটিকে ভালো চোখে দেখছিলেন না, তারা মনে করছিলেন এটি জাপানের সামরিকবাদী অতীতের কথা মনে করিয়ে দিচ্ছিল। 

২৩ জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে এবারের অলিম্পিক। 

সূত্র : ডেডলাইন। 


উপদেষ্টা সম্পাদক: ডি. মজুমদার
সম্পাদক: মীর আক্তারুজ্জামান

সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০ ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :