, ২২ বৈশাখ ১৪৩১ অনলাইন সংস্করণ

মডার্না টিকার আরও একটি চালান দেশে পৌঁছেছে

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ : 

মডার্না টিকার আরও একটি চালান দেশে পৌঁছেছে

টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের মাধ্যমে মডার্নার করোনা টিকা হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে।

সোমবার রাত আনুমানিক ৯টা ২০ মিনিটে কাতার এয়ারওয়েজের একটি কার্গো বিমানে টিকা এসে পৌঁছায়।

শাহজালাল বিমানবন্দরে কর্মরত স্বাস্থ্য অধিদফতরের সহকারী পরিচালক ডা. শাহরিয়ার সাজ্জাদ বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাত্ক্ষণিকভাবে কত ডোজ টিকা এসেছে সে সম্পর্কে তিনি নিশ্চিতভাবে কিছু বলতে পারেননি।

বিভিন্ন দায়িত্বশীল সূত্রে জানা গেছে, ৩০ লাখ ডোজ করোনাভাইরাসের টিকা প্রথমে সকালে ও পরবর্তীতে সন্ধ্যা সাড়ে সাতটার পৌঁছানোর কথা ছিল।

৩০ লাখ ডোজ টিকা আসলে এ নিয়ে কোভ্যাক্সের মাধ্যমে বাংলাদেশকে মডার্নার ৫০ লাখ ডোজ টিকা দিচ্ছে যুক্তরাষ্ট্র।