, ১১ বৈশাখ ১৪৩১ অনলাইন সংস্করণ

টাঙ্গাইল-৮ উপ-নির্বাচনের প্রার্থী বাতিল করেছে জাপা

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ : 

টাঙ্গাইল-৮ উপ-নির্বাচনের প্রার্থী বাতিল করেছে জাপা

টাঙ্গাইল-৮ আসনের উপ-নির্বাচনের প্রার্থী হিসেবে জাতীয় পার্টি দলীয় মনোনয়ন পেয়েছিলেন মো. রেজাউল করিম। কিন্তু বুধবার (২৮ জুলাই) এক চিঠিতে তার মনোনয়ন বাতিল করেছেন দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

জাতীয় পার্টির দফতর সম্পাদক রাজ্জাক খানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৭ জুলাই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৩৭-টাঙ্গাইল-৮ এ জাতীয় পার্টির সম্ভাব্য প্রার্থী হিসেবে মো. রেজাউল করিমের নামে যে চিঠি ইস্যু করা হয়েছিল, তার কার্যকারিতা স্থগিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের পার্টির গঠনতন্ত্রের ২০/১/১ক ধারার প্রদত্ত ক্ষমতাবলে ইস্যু করা চিঠির কার্যক্রম স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন। আদেশটি ইতোমধ্যে কার্যকর করা হয়েছে।

পুনরায় কোনো নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ বহাল থাকবে বলে এতে উল্লেখ করা হয়।

  • সর্বশেষ - ইলেকশন স্পেশাল