2024-04-24 04:25:49 am

বৈরী আবহাওয়ায়ও শিমুলিয়ায় যাত্রীদের ভিড়

www.focusbd24.com

বৈরী আবহাওয়ায়ও শিমুলিয়ায় যাত্রীদের ভিড়

৩০ জুলাই ২০২১, ১৬:০১ মিঃ

বৈরী আবহাওয়ায়ও শিমুলিয়ায় যাত্রীদের ভিড়

বিধিনিষেধ তোয়াক্কা না করে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে বৈরী আবহাওয়ায় আজও পদ্মা পাড়ি দিচ্ছেন শত শত মানুষ।

শুক্রবার (৩০ জুলাই) ভোর থেকে ফেরিতে জরুরি যানবাহন ছাড়াও ব্যক্তিগত গাড়ি ও মানুষ উঠতে দেখা গেছে।

jagonews24

সরেজমিনে দেখা যায়, ঘাটে বাংলাবাজার থেকে শিমুলিয়াঘাটে আসা ঢাকামুখী যাত্রীদের চাপ রয়েছে। ঘাট এলাকায় পুলিশের চেকপোস্ট ও ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হলেও যাত্রীরা নানা অজুহাত দেখিয়ে ঢাকায় রওনা হচ্ছেন।

এদিকে ঘাট ও ফেরিতে স্বাস্থ্যবিধি মানতে দেখা যায়নি কাউকে। ফেরি থেকে নেমে ছোট-বড় যানবাহনে ভেঙে ভেঙে যাত্রীরা রওনা হচ্ছেন গন্তব্যে। এতে তাদের গুনতে হচ্ছে দুই তিনগুণ বেশি ভাড়া।

jagonews24

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডাব্লিউটিসি) শিমুলিয়া ঘাট সহকারী ব্যবস্থাপক মো. মাহবুব বলেন, ‘নৌরুটে ছোটবড় মিলিয়ে ৯ টি ফেরি সচল রয়েছে। শুধুমাত্র জরুরি গাড়ি পারাপারেই ফেরি চালু রয়েছে। ঘাটে গাড়ির চাপ না থাকায় যেসব গাড়ি পারাপারের জন্য আসছে তাদের খুব একটা অপেক্ষা করতে হচ্ছে না।’

লৌহজং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাউসার হামিদ বলেন, ‘নানা অজুহাত দেখিয়ে ঘাটে আসছে মানুষ। অযৌক্তিক কারণে নদী পারের চেষ্টা করলে তাদের ফেরত দেয়া হচ্ছে।’


উপদেষ্টা সম্পাদক: ডি. মজুমদার
সম্পাদক: মীর আক্তারুজ্জামান

সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০ ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :