2024-04-17 05:01:06 am

রায়হান আহমেদ তামীমের দুটি কবিতা

www.focusbd24.com

রায়হান আহমেদ তামীমের দুটি কবিতা

৩১ জুলাই ২০২১, ২৩:৫৩ মিঃ

রায়হান আহমেদ তামীমের দুটি কবিতা

তুমি সমাচার

তোমাকে নিয়েই লিখছি
ইদানিং অনেকটাই ঝাপসা হয়ে গ্যাছো
তবুও জমাট শোকের মত বুকের
একপাশে ঠিকই বিঁধে আছো।
আজও রক্তক্ষরণ তোমার নামে।
ফিকে ফানুসে তুমি দৃষ্টি রেখে বহুদূরে
পাড়ি দিয়েছো কবেই।
খুব সস্তায় বিকিয়ে দেওয়া আবেগ নিয়ে দাঁড়িয়ে আছি আমি আজও—
করুণা করে হলেও শুধু একটিবার চোখ দিয়ে যেও।
কথা দিলাম, চোখ বেয়ে কোনো কষ্টের স্রোত নামবে না মোটেই,
তুমি রোদ পড়ে যাবার আগেই এসে ফিরে যেও,
ঝাপটানো পাখির খাঁচার পাশে আরেকটিবার বসো।
তোমাকে নিয়ে ভাববো না,
লিখবো না বলে এক কোটি বার শপথ করেও
সব কিছুতেই আবার তুমি এসে যাচ্ছো কেবলই।

****

তোমায় ছোঁব বলে

যদি কোনো বৃষ্টি ভেজা রাতে
তোমার চোখে ঘুম না আসে,
জানালার পাশে তুমি এসে দাঁড়িয়ো।
ভুল করে যদি আমার কথা মনে পড়ে যায়,
গ্রিলের ওপাশে দুটি হাত বাড়িয়ে দিয়ো।
আমি বৃষ্টির ফোঁটা হয়ে তোমায় ছুঁয়ে দেবো।
তোমার মনে জমে থাকা সব কষ্ট ধুয়ে দেবো।
ঝিরিঝিরি হিমেল বাতাস হয়ে ছুঁয়ে দেবো তোমার কোমল নরম মুখটি।
না হয় দমকা বাতাস হয়ে ছুঁয়ে
যাবো তোমার চুল।
বুঝে নিও তুমি সেটি বৃষ্টি ছিল না।
আমি ছিলাম। আমি কাঁদছিলাম!
আমার সেই কান্নার জলগুলো
বৃষ্টি হয়ে ঝরে পড়েছে...
শুধু তোমায় একটু ছোঁব বলে...


উপদেষ্টা সম্পাদক: ডি. মজুমদার
সম্পাদক: মীর আক্তারুজ্জামান

সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০ ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :