2024-04-20 12:46:20 am

টস জিতে ব্যাট করছে ইংল্যান্ড, শুরুতেই সাফল্য পেল ভারত

www.focusbd24.com

টস জিতে ব্যাট করছে ইংল্যান্ড, শুরুতেই সাফল্য পেল ভারত

০৪ আগষ্ট ২০২১, ১৮:০৭ মিঃ

টস জিতে ব্যাট করছে ইংল্যান্ড, শুরুতেই সাফল্য পেল ভারত

সেই জুন মাসে শেষ হয়েছিল টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। এরপর লম্বা সময় ধরে ইংল্যান্ডের মাটিতেই বসে থাকতে হলো ভারতীয় ক্রিকেট দলকে। লক্ষ্য ইংল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের লম্বা টেস্ট সিরিজ। অবশেষে কাংখিত সেই সিরিজটি মাঠে গড়ালো আজ। নটিংহ্যামের ট্রেন্টব্রিজে শুরু হলো সাদা পোশাকে লাল বলের লড়াই।

শুরুতেই ভাগ্যের খেলায় অবশ্য জয় হলো ইংল্যান্ডের। ঘরের মাঠে টস জিতলেন ইংলিশ অধিনায়ক জো রুট। টস জিতেই ব্যাট করার সিদ্ধান্ত নিলেন ইংলিশ অধিনায়ক।

ইংলিশ দলে কিছুটা পরিবর্তন আনা হয়েছে জনি বেয়ারেস্ট এবং স্যাম কুরানকে খেলাচ্ছে তারা। একাদশ থেকে বাদ দেয়া হয়েছে জ্যাক লিচকে। ভারত অধিনায়ক বিরাট কোহলিও জানিয়েছেন, টসে জিতলে তিনিও প্রথমে ব্যাট করারই সিদ্ধান্ত নিতেন।

অন্যদিকে ভারতীয় একাদশ থেকে ছিটকে গেছে তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। দলে নেই ইশান্ত শর্মা। চোটের কারণেই হয়তো খেলতে পারছেন না ইশান্ত। ভারতের ব্যাটিং অর্ডারেও আসছে পরিবর্তন। মায়াঙ্ক আগরওয়াল না থাকার কারণে রোহিত শর্মার সঙ্গে ইনিংস ওপেন করবেন লোকেশ রাহুল। রবীন্দ্র জাদেজাকে একমাত্র স্পিনারের ভূমিকায় দেখা যাবে।

jagonews24

তবে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খেল ইংল্যান্ড। অর্থ্যাৎ প্রথম ওভারেই বড় সাফল্য পেল ভারত। প্রথম ওভারের পঞ্চম বলে ইংলিশ ওপেনার রোরি বার্নসকে এলবিডব্লিউ করেন জসপ্রিত বুমরাহ। কোনো রান না করেই ফিরলেন বার্নস।

এরপর ইনিংসের ২১তম ওভারে গিয়ে দ্বিতীয় সাফল্যের দেখা পেলো ভারত। মোহাম্মদ সিরাজের বলে উইকেটের পেছনে রিশাভ পান্তের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ওয়ান ডাউনে ব্যাট করতে নামা জ্যাক ক্রাউলি। ৬৮ বল খেলে ২৭ রান করেন তিনি। এ রিপোর্ট লেখার সময় ইংল্যান্ডের রান ২ উইকেট হারিয়ে ৪৬। ১৬ রান নিয়ে ডোম সিবলি এবং শূন্য রান নিয়ে জো রুট ব্যাট করছেন।

ভারতীয় একাদশ
রোহিত শর্মা, লোকেশ রাহুল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, আজিঙ্কা রাহানে, রিশাভ পান্ত, রবিন্দ্র জাডেজা, শার্দুল ঠাকুর, যশপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ

ইংল্যান্ডের একাদশ
রোরি বার্নস, ডোম সিবলি, জ্যাক ক্রাউলি, জো রুট (অধিনায়ক), জনি বেয়ারেস্ট, ড্যান লরেন্স, জস বাটলার (উইকেটকিপার), স্যাম কুরান, অলি রবিনসন, স্টুয়ার্ড ব্রড, জেমস অ্যান্ডারসন।


উপদেষ্টা সম্পাদক: ডি. মজুমদার
সম্পাদক: মীর আক্তারুজ্জামান

সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০ ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :