![]() |
১১ আগষ্ট ২০২১, ২২:১৯ মিঃ
খুব দ্রুত সময়ের মধ্যে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের অন্যতম গুরুত্বপূর্ণ ১৯ নম্বর ওয়ার্ডে জলাবদ্ধতা নিরসন করেছে বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ। মেয়র ও মহানগর আওয়ামী লীগের নেতা মোঃ ইকরামুল হক টিটুর নির্দেশে প্রাণান্তকর চেষ্টা চালিয়ে সৃষ্ট জলাবদ্ধতা নিরসন করা হয়। প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন ও প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ আরিফুর রহমানের তদারকিতে শ্রমিকরা জলাবদ্ধতা নিরসনে কাজ করেন। সূত্র মতে, ওই এলাকার কয়েকজন বাড়ির মালিকের গাফিলতির কারণে মারাত্মক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছিলো। জলাবদ্ধতা নিরসন করায় এলাকাবাসী মেয়রসহ অন্যান্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
জানা যায়, মসিকের অন্যতম গুরুত্বপূর্ণ ১৯ নম্বর ওয়ার্ডের ভাটিকাশর বড়বাড়ি এবং পলিটেকনিক ইনস্টিটিউটের পেছনের অংশে নির্মাণাধীন কয়েকটি বাড়ির নির্মাণ সামগ্রী এবং পাইলিংয়ের মাটি ড্রেনে ফেলার কারণে ড্রেনগুলো বন্ধ হয়ে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছিলো। এছাড়া অন্তত: ৩০ টি বাথরুমের সংযোগ সরাসরি ড্রেনগুলোয় দেওয়ায় এবং অতিবৃষ্টির কারণে নাজুক পরিস্থিতি সৃষ্টি হয়েছিলো। মসিকের বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ মহব্বত আলী বুধবার রাতে দৈনিক জাগ্রত বাংলা’কে জানান, মেয়র মহোদয়ের নির্দেশে দ্রুত সময়ের মধ্যে জলাবদ্ধতা নিরসন করা হয়। এতে চরম দুর্ভোগ থেকে রক্ষা পেয়েছেন এলাকাবাসী।
সম্পাদক: শাহ মোহাম্মদ রনি
এমআরএল মিডিয়া লিমিটেড কর্তৃক প্রকাশিত সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০১৯৪৪-৭১৯০৯০, ০১৬৭১-১৪৩৩৩৩
ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :