2021-11-29 02:11:08 pm

শীতে জমবে দেব-রুক্মিণীর রোমান্স

www.focusbd24.com

শীতে জমবে দেব-রুক্মিণীর রোমান্স

১২ আগষ্ট ২০২১, ১৪:০৪ মিঃ

শীতে জমবে দেব-রুক্মিণীর রোমান্স

দুর্গা পূজাতেই মুক্তি দেওয়ার কথা ছিল ছবিটি। কিন্তু করোনার কারণে ছবির শুটিং যেমন পিছিয়েছে, তেমনি পিছিয়ে গেল মুক্তির তারিখও। তবে নতুন করে জানা গেল, আসছে শীতে জমবে দুই তারকার রোমান্স। শীতকালে মুক্তি পাবে দেব ও রুক্মিণী জুটির নতুন ছবি ‘কিশমিশ’।

সামাজিক মাধ্যমে দেব শেয়ার করেন ছবিটির একটি পোস্টার। এই পোস্টার শেয়ার করেই দর্শকদের দেব জানিয়ে দিলেন এই খবর। তিনি লিখেছেন, ‘শীতেই এবার টক-মিষ্টি কিশমিশের মজা পাবেন দর্শকরা।’

তবে শুধু পোস্টার নয়, তার সাথে অ্যানিমেশন ভিডিও তৈরি করে তা সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন দেব। সেই ভিডিও শেয়ার করে লিখেছেন, ‘নমস্কার, আশা করি সবাই ভালো আছেন, কিশমিশ টি – টোয়েন্টির দূর্গাপুজোয় না হয় নাই হলো। আমরা আসছি শীতে, যদি পৃথিবী সুস্থ থাকে। সুস্থ থাকুন, সিনেমা হলে আসুন।’

এ ছবির পরিচালক হিসবে আছেন রাহুল মুখোপাধ্য়ায়। দেব-রুক্মিণীর সঙ্গে এই ছবিতে দেখা যাবে, কমলেশ্বর মুখোপাধ্যায়, জুন মালিয়া, অঞ্জনা বসু, খরাজ মুখোপাধ্যায়ের মতো শিল্পীদের।

কয়েকদিন আগেই রুক্মিণীকে সঙ্গে নিয়ে মালদ্বীপে ঘুরতে গিয়েছিলেন দেব। সব ব্যস্ততা থেকে ছুটি নিয়ে দারুণ এক ছুটি কাটিয়েছেন এই জুটি। মালদ্বীপ ট্রিপ থেকে ফিরেই ‘কিমমিশ’ ছবির মহরৎ সেরে ফেলেছিলেন। আর ১১ আগস্ট থেকেই শুরু করে দিলেন ছবির বাকি থাকা শুটিং।


সম্পাদক: শাহ মোহাম্মদ রনি


এমআরএল মিডিয়া লিমিটেড কর্তৃক প্রকাশিত সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০১৯৪৪-৭১৯০৯০, ০১৬৭১-১৪৩৩৩৩ ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :