2024-04-19 01:47:07 am

মুজিববর্ষের প্রথম প্রহরে জন্ম নেয়া ৩ নবজাতককে সম্মাননা

www.focusbd24.com

মুজিববর্ষের প্রথম প্রহরে জন্ম নেয়া ৩ নবজাতককে সম্মাননা

১৭ মার্চ ২০২০, ১৫:৩৫ মিঃ

মুজিববর্ষের প্রথম প্রহরে জন্ম নেয়া ৩ নবজাতককে সম্মাননা
তিন কন্যা শিশুকে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার প্রদান

বঙ্গবন্ধুর মায়ের নামে নাম রাখা হলো সোমবার রাত ১২টার পরে জন্ম নেয়া তিন কন্যা শিশুর। পরে তাদের সম্মাননা ক্রেস্ট দেয়া হয়। জয়পুরহাট জেলা মা ও শিশু কল্যাণ কেন্দ্রে তারা জন্মগ্রহণ করে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে আজ মঙ্গলবার সর্বস্তরের মানুষ শহীদ ডা: আবুল কাশেম ময়দানে বঙ্গবন্ধুর প্রততিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি জানান।

জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য সামছুল আলম দুদু, জেলা প্রশাসক মোহাম্মদ জাতির হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবিরের নেতৃত্বে রাষ্ট্রের পক্ষে জেলা প্রশাসন প্রথমে এবং পরে জেলা পুলিশ, জেলা পরিষদ, সিভিল সার্জন, মুক্তিযোদ্ধা সংসদ শ্রদ্ধাঞ্জলি জানায়। মুজিববর্ষের শতবর্ষ বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন সামছুল আলম দুদু।

এছাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, জেলা মৎস্য বিভাগ, যুব উন্নয়ন অধিদপ্তর, সদর উপজেলা পরিষদ, জেলা পরিবার পরিকল্পনা বিভাগসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে জেলার বিভিন্ন বিভাগ আলাদা ভাবে নানা কর্মসূচির আয়োজন করে।

জেলা পরিবার পরিকল্পনা বিভাগের অধিন সদর মা ও শিশু কল্যাণ কেন্দ্রে সোমবার রাত ১২টার পরে জন্ম নেয়া তিন কন্যা শিশুকে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার প্রদান করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন। মুজিববর্ষ পালন উপলক্ষে নবজাতক তিন কন্যা শিশুর নাম রাখা হয় বঙ্গবন্ধু মায়ের নামে রেনু নাম রাখা হয় বলে জানান জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ পরিচালক ডা: কে এম জোবায়ের গালীব।


উপদেষ্টা সম্পাদক: ডি. মজুমদার
সম্পাদক: মীর আক্তারুজ্জামান

সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০ ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :