2024-04-26 11:17:58 am

শহীদ কাদরীর জন্ম, ব্রেখটের মৃত্যু

www.focusbd24.com

শহীদ কাদরীর জন্ম, ব্রেখটের মৃত্যু

১৪ আগষ্ট ২০২১, ১৬:৪৬ মিঃ

শহীদ কাদরীর জন্ম, ব্রেখটের মৃত্যু

মানুষ ইতিহাস আশ্রিত। অতীত হাতড়েই মানুষ এগোয় ভবিষ্যৎ পানে। ইতিহাস আমাদের আধেয়। জীবনের পথপরিক্রমার অর্জন-বিসর্জন, জয়-পরাজয়, আবিষ্কার-উদ্ভাবন, রাজনীতি-অর্থনীতি-সমাজনীতি একসময় রূপ নেয় ইতিহাসে। সেই ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনা স্মরণ করাতেই জাগো নিউজের বিশেষ আয়োজন আজকের এই দিনে।

১৪ আগস্ট ২০২১, শনিবার। ৩০ শ্রাবণ ১৪২৮ বঙ্গাব্দ

ঘটনা
১৪৩৭- মুদ্রণযন্ত্রের আবিষ্কার।
১৯৪৫- দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্তিম পর্যায়ে রাশিয়ার কাছে জাপানের নিঃশর্ত আত্মসমর্পণ।
১৯৪৭- ব্রিটিশ শাসন থেকে পাকিস্তানের স্বাধীনতা লাভ।

জন্ম
১৮৬৭- নোবেলজয়ী ইংরেজ ঔপন্যাসিক ও নাট্যকার জন গলসওয়ার্দ।
১৮৯৭- লাবণ্য প্রভা ঘোষ, ভারতের একজন গান্ধীবাদী স্বাধীনতা সংগ্রামী এবং মানভূম জেলায় অনুষ্ঠিত বাংলা ভাষা আন্দোলনের একজন নেত্রী।
১৯৪২- আমজাদ হোসেন, বাংলাদেশের অভিনেতা, লেখক এবং চলচ্চিত্রকার।
১৯৪২- শহীদ কাদরী, বাংলাদেশি কবি ও সাহিত্যিক। কলকাতায় জন্ম। নাগরিক-জীবন-সম্পর্কিত শব্দ চয়নের মাধ্যমে বাংলা কবিতায় নাগরিকতা ও আধুনিকতাবোধের সূচনা করেছিলেন। দেশপ্রেম, অসাম্প্রদায়িকতা, বিশ্ববোধ, প্রকৃতি ও নগর জীবনের অভিব্যক্তি তার কবিতার ভাষা, ভঙ্গি ও বক্তব্যকে বিশেষায়িত করেছে। প্রকাশিত কাব্যগ্রন্থ চারটি। ২০১১ সালে বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার একুশে পদক লাভ করেন। ২০১৬ সালের ২৮ আগস্ট নিউইয়র্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
১৯৬২- রমিজ রাজা, সাবেক পাকিস্তানি ডান-হাতি ব্যাটসম্যান ক্রিকেটার।
১৯৬৬- হ্যালি বেরি, মার্কিন মডেল, অভিনেত্রী, প্রযোজক এবং বিশ্ব সুন্দরী যুক্তরাষ্ট্র ১৯৮৬।

মৃত্যু
১৯৩৫- নোবেলজয়ী ফরাসি পদার্থবিদ ফ্রেদেরিক জুলিও কুরি।
১৯৫৬- বের্টল্ট ব্রেখট, একজন জার্মান নাট্যকর্মী, নাট্যকার ও কবি। ভাইমার প্রজাতন্ত্রের যুগে তিনি মিউনিখে নাট্যকার হিসেবে প্রথম সাফল্য অর্জন করেন এবং ১৯২৪ সালে বার্লিনে চলে যান। এই কালপর্বে মহাকাব্যিক নাট্যকলা (যেটাকে তিনি পরে দ্বান্দ্বিক নাট্যকলা নামে অভিহিত করতে স্বাচ্ছন্দ্যবোধ করতেন) ও তথাকথিত ভি-ইফেক্টের শীর্ষস্থানীয় তাত্ত্বিকে পরিণত হন।
১৯৭২- ফরাসি ঔপন্যাসিক, নাট্যকার ও কবি ঝুল রম্যাঁ।
২০১১- শাম্মী কাপুর, ভারতের মুম্বাইয়ের চলচ্চিত্র জগতের জনপ্রিয় চিত্রতারকা শিল্পী ও পরিচালক।


উপদেষ্টা সম্পাদক: ডি. মজুমদার
সম্পাদক: মীর আক্তারুজ্জামান

সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০ ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :