, ১১ বৈশাখ ১৪৩১ অনলাইন সংস্করণ

কোয়ারেন্টিনে দিলীপ কুমার

  অনলাইন ডেস্ক

  প্রকাশ : 

কোয়ারেন্টিনে দিলীপ কুমার

দিলীপ কুমার। ছবি: টুইটার


করোনাভাইরাসের তাণ্ডব বিশ্বজুড়ে ক্রমশ বেড়ে চলেছে। এই ভাইরাসের সংক্রমণ রুখতে সরকার থেকে নানান সতর্কতা নেওয়া হচ্ছে। মুম্বাইয়ের বিনোদন জগৎও করোনাকে রুখতে কঠোর সিদ্ধান্ত নিয়েছে। তাই ১৯ থেকে ৩১ মার্চ সব টেলিভিশন ধারাবাহিক, ওয়েব সিরিজ ও ছায়াছবির শুটিং বন্ধ রাখা হবে। করণ জোহরের ‘ধর্মা প্রোডাকশন’ অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হচ্ছে। এদিকে করোনা থেকে বাঁচতে নিজেকে আগেভাগে কোয়ারেন্টিন করেছেন বলিউডের কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার।

৯৭ বর্ষীয় দিলীপ কুমার দীর্ঘদিন ধরে অসুস্থতার মধ্যে দিন কাটাচ্ছেন। তাই শারীরিকভাবে তিনি অত্যন্ত দুর্বল। আর এ ধরনের রোগীর সংক্রমণের সম্ভাবনা অনেক বেশি। তাই করোনার হাত থেকে রক্ষা করতে দিলীপ কুমারকে আইসোলেশনে রাখা হয়েছে। আর এ কথা দিলীপ কুমারের টুইটার অ্যাকাউন্টে টুইট করে জানানো হয়েছে। টুইটে বলে হয়েছে, ‘করোনাভাইরাস থেকে রক্ষা পেতে আমি পুরোপুরি আইসোলেশনে এবং কোয়ারেন্টিনে আছি। সায়রা (স্ত্রী) এ ব্যাপারে পুরোপুরি খেয়াল রাখছে, যাতে আমি সংক্রমিত না হই।’ বলিউডের এই প্রভাবশালী অভিনেতা এই টুইটে আবেদন করেছেন, ‘আমি সবাইকে আবেদন করছি যে নিজেকে রক্ষা করুন। যতটা সম্ভব নিজের বাড়িতে থাকার চেষ্টা করুন।’ দিলীপ কুমার দীর্ঘদিন ধরে বয়সজনিত নানান শারীরিক অসুস্থতার মধ্যে দিন কাটাচ্ছেন। তাই করোনার হাত থেকে রক্ষা করতে সায়রা বানু এই পদক্ষেপ নিয়েছেন।

দিলীপ কুমার ও সায়রা বানু। ছবি: টুইটার।দিলীপ কুমার ও সায়রা বানু। ছবি: টুইটার।


গত বছরের ১১ ডিসেম্বর ৯৭ বছরে পড়েছেন বলিউডের কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার। ১৯২২ সালের ১১ ডিসেম্বর তৎকালীন ব্রিটিশ ভারতের পেশোয়ারে জন্মগ্রহণ করেন মহম্মদ ইউসুফ খান। চলচ্চিত্রজগতে পা রেখে নিজের নাম বদলে দেন। সবার কাছে পরিচিত হন দিলীপ কুমার নামে। একসময় তিনি খ্যাতির শিখরে পৌঁছে যান। ১৯৫৪ সালে তিনি প্রথম সেরা অভিনেতার ফিল্মফেয়ার পুরস্কার জিতেছেন। এরপর নয়বার ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছেন তিনি। ১৯৯৪ সালে তাঁকে দাদাসাহেব ফালকে পুরস্কারে সম্মানিত করা হয়। ভারত সরকার ২০১৫ সালে তাঁকে পদ্মবিভূষণ সম্মানে সম্মানিত করেছে।

  • সর্বশেষ - বিনোদন