2024-04-24 01:41:43 pm

ইতালিফেরত যুবক বগুড়ায় পরিবারসহ অবরুদ্ধ

www.focusbd24.com

ইতালিফেরত যুবক বগুড়ায় পরিবারসহ অবরুদ্ধ

১৭ মার্চ ২০২০, ১৯:৪৭ মিঃ

ইতালিফেরত যুবক বগুড়ায় পরিবারসহ অবরুদ্ধ
                                            বগুড়া শহরে করোনাভাইরাস সন্দেহে ইতালিফেরত এক যুবককে পরিবারসহ অবরুদ্ধ করে রেখেছে এলাকাবাসী।

ওই এলাকার কাউন্সিলর পরিমল কুমার জানান, ইতালি থেকে ওই ব্যক্তি দেশে আসার পর তাঁকে রাজধানীর আশকোনার হজ ক্যাম্পে কোয়ারেন্টিনে রাখা হয়। পরে সেখান থেকে তিনি পালিয়ে আসেন বলে অভিযোগ ওঠে। খবরটি পেয়ে আজ মঙ্গলবার সকালে এলাকার লোকজন তাঁর বাড়ির সামনে ভিড় জমায় এবং এলাকা ছাড়তে বলে।

কাউন্সিলর বলেন, ‘বাইরে থেকে মাসুদ ও তার পরিবারের সঙ্গে কথা বলেছি। তাদের জানিয়েছি, আপনারা কেউ ১৪ দিন ঘর থেকে বের হবেন না এবং এলাকাবাসীকে এ বিষয়ে নীরব থাকতে বলেছি। ওই পরিবারের কিছু প্রয়োজন হলে ফোনে যোগাযোগ করতে বলা হয়েছে।’

ওই ব্যক্তির বাবা বলেন, ‘আমার ছেলে করোনাভাইরাসে আক্রান্ত হয়নি। আমাদের অবরুদ্ধ করে নির্যাতন করা হচ্ছে। বিষয়টি সিভিল সার্জন অফিসে জানিয়েছি।’

বগুড়ার সিভিল সার্জন গউসুল আযম বলেন, ‘আমাদের মেডিকেল টিম পাঠানো হয়েছে। পরবর্তী সময়ে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’


উপদেষ্টা সম্পাদক: ডি. মজুমদার
সম্পাদক: মীর আক্তারুজ্জামান

সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০ ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :