, ৪ বৈশাখ ১৪৩১ অনলাইন সংস্করণ

১৫ মিনিটেই লেনদেন ২শ কোটি, সূচক বেড়েছে ৩৪ পয়েন্ট

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ : 

১৫ মিনিটেই লেনদেন ২শ কোটি, সূচক বেড়েছে ৩৪ পয়েন্ট

বস্ত্র ও বিমা খাতের বেশিরভাগ শেয়ারের দাম বাড়ায় সূচকের তেজিভাবের মধ্য দিয়ে সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) দেশের পুঁজিবাজারে লেনদেন চলছে। ফলে সূচকের পাশাপাশি বেশির ভাগ কোম্পানির শেয়ারের দামও বেড়েছে। আর তাতে অবদান রেখেছে আর্থিক প্রতিষ্ঠান, প্রকৌশল, খাদ্য ও আনুষাঙ্গিক এবং ওষুধ ও রসায়ন খাতের শেয়ারও। এসব খাতেরও বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বাড়ার মধ্য দিয়ে চলছে লেনদেন।

সব মিলিয়ে বৃহস্পতিবার লেনদেন শুরুর প্রথম ১৫ মিনিটে (সকাল ১০টা থেকে ১০টা ১৫ মিনিট পর্যন্ত) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক বেড়েছে ৩৪ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ৩১ পয়েন্ট।

ডিএসইর তথ্যমতে, এ সময়ে বাজারে মোট ৩৪৪টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২৪২টির, কমেছে ৫৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৭টির। লেনদেন হয়েছে ১৮৫ কোটি ৫৮ লাখ ৬৬ হাজার টাকা।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৪ দশমিক ২১ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৯৫০ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক সাত পয়েন্ট বেড়ে ১ হাজার ৫০৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৩ দশমিক ৮০ পয়েন্ট বেড়ে ২ হাজার ৪৮৮ পয়েন্টে অবস্থান করছে।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩১ পয়েন্ট বেড়ে ২০ হাজার ১৮৭ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে লেনদেন হওয়া ১৭৭টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৭২টির, কমেছে ২৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টি কোম্পানির শেয়ারের দাম। এ সময়ে লেনদেন হয়েছে ৯ কোটি ৪১ লাখ ৬ হাজার ৬১০টাকা।

  • সর্বশেষ - অর্থ-বাণিজ্য