2024-04-19 08:17:11 pm

বিপিএলের জন্য নির্দিষ্ট সময় নির্ধারণের দাবি সাকিবের

www.focusbd24.com

বিপিএলের জন্য নির্দিষ্ট সময় নির্ধারণের দাবি সাকিবের

১২ সেপ্টেম্বার ২০২১, ২১:০২ মিঃ

বিপিএলের জন্য নির্দিষ্ট সময় নির্ধারণের দাবি সাকিবের

দেখতে দেখতে সময় কেটে যাচ্ছে দ্রুত। ক্যালেন্ডারের পাতা উল্টে হিসেব করলে ২০২১ সাল শেষ হতে আর মাত্র আড়াই মাস বাকি। বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি আসর বিপিএলের খবর কী তাহলে?

এ বছর না হলে কবে হবে বিপিএল? আগেই জানা, এ বছর আর হবে না এই লিগটি। তবে ভেতরে ভেতরে বোর্ডের পরিকল্পনা আছে, আগামী বছর জানুয়ারিতে বিপিএল আয়োজন করার।

সাকিব আল হাসান মনে করেন, অনেক কারণেই বিপিএল হওয়া উচিৎ এবং দেশের এই টি-টোয়েন্টি স্পেশালিস্টের মত, ‘বিপিএল প্রতি বছর একটি নির্দিষ্ট সময়ে হওয়া উচিত।’

সে সঙ্গে সাকিবের পরামর্শ, বিপিএলের দলগুলোও যেন ফিক্সড থাকে। মানে আইপিএল, বিগ-ব্যাশসহ অন্যান্য ফ্র্যাঞ্চাইজি আসরে যেমন নিবন্ধিত দলগুলোই প্রতিবার অংশ নেয়। দলের নাম ও মালিকানা অপরিবর্তিত থাকে, দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান বিপিএলেও তেমনটাই চান।

আজ রাজধানীর এক হোটেলে ডিবিএল সিরামিক্স এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার পর উপস্থিত সাংবাদিকদের সাথে আলাপে সাকিব বলেন, ‘বিপিএল যদি সবসময় একটা নির্ধারিত সময়ে চলমান থাকে, তাহলে তো ভালো। তারপরেও আমার মনে হয়, এই মৌসুমের আগেরটাও তো হলো। শেষ আসরটাই শুধু ছোট করে করা হলো। যেহেতু বিপিএলটা হয়নি, সেহেতু বঙ্গবন্ধু টি-টোয়েন্টি লিগ একটা টুর্নামেন্ট হলো। এবার ঢাকা প্রিমিয়ার লিগটাও টি-টোয়েন্টি ফরম্যাটে করা হলো। তাই ওই অভাবটা পূরণ হয়ে গেছে আমার মনে হয়।’

সাকিবের অনুভব, ‘বিপিএলের জন্য যদি একটা আলাদা সময়সূচি এবং নির্ধারিত টাইম টেবিল ও টিম থাকে, তাহলে আমার কাছে মনে হয়, আরও গোছালোভাবে আয়োজন করা সম্ভব।’

সাকিব যোগ করেন, ‘যেটা থেকে আরও হয়তো বেশ কিছু প্লেয়ার বেরিয়ে আসা সম্ভব। কারণ, প্রতিযোগিতাটা স্বাভাবিকভাবেই বেশি থাকে, যেহেতু বিদেশি প্লেয়ার অনেক খেলবে। অবশ্যই (বিপিএল) হলে ভালো। আমার কাছে মনে হয়, বিসিবিও খুবই আগ্রহী বিপিএলটা ভালোভাবে করার জন্য। যতদূর আমি জানি, এবার একটা সময় আছে, যে সময় তারা এটা করবে। তো এটা যদি হয়, তাহলে খুবই ভালো হবে ক্রিকেটারদের জন্যও, বাংলাদেশ ক্রিকেটের জন্যও।’


উপদেষ্টা সম্পাদক: ডি. মজুমদার
সম্পাদক: মীর আক্তারুজ্জামান

সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০ ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :