2024-03-29 07:02:18 pm

শান্তর হাফ সেঞ্চুরি, হাসান মুরাদ নিলেন পাঁচ উইকেট

www.focusbd24.com

শান্তর হাফ সেঞ্চুরি, হাসান মুরাদ নিলেন পাঁচ উইকেট

২২ সেপ্টেম্বার ২০২১, ২১:২৭ মিঃ

শান্তর হাফ সেঞ্চুরি, হাসান মুরাদ নিলেন পাঁচ উইকেট

যুব বিশ্বকাপজয়ী ক্রিকেটারদের মধ্যে যাদের নিয়ে একটু কম আলোচনা হয় তাদের অন্যতম হাসান মুরাদ। এই স্পিনার জ্বলে উঠলেন চট্টগ্রামে ‘এ’ দলের ম্যাচে। বল হাতে নিলেন পাঁচ উইকেট। তাতে হাই পারফরম্যান্স দলের বিপক্ষে বেশ বেগ পেতে হয়েছে জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে গড়া ‘এ’ দলের। 

চট্টগ্রামে দ্বিতীয় চারদিনের ম্যাচের প্রথম দিনে বাংলাদেশ ‘এ’ দল ৯ উইকেট হারিয়ে করেছে ২২৩ রান। এইচপি দলের বিপক্ষে তাদের সর্বোচ্চ রান এসেছে নাজমুল হোসেন শান্তর ব্যাট থেকে। তিনি করেছেন ৭২ রান। তবে অনিয়িমিত স্পিনার শাহাদাত হোসেনের মাঝ পিচে পড়া বলে আউট হয়েছেন বিশ্রিভাবে ক্যাচ তুলে দিয়ে।

এছাড়া রান পেয়েছেন টেস্ট অধিনায়ক মুমিনুল হকও। আউট হওয়ার আগে ৬২ রান করেন তিনি। দলের প্রথম সাত ব্যাটসম্যানের আর কেউ ছুঁতে পারেননি দুই অঙ্ক। ৩৭ ওভার শেষে প্রথমবার মতো বোলিংয়ে আসেন হাসান মুরাদ।

এরপরই তিনি কাঁপুনি ধরান ‘এ’ দলের ব্যাটসম্যানদের। ৪৭ রানে তার শিকার ৫ উইকেট। দারুণ স্পেলে প্রথম ৬ ওভারে ৭ রানে ২ উইকেট নেন পেসার সুমন খান, মুকিদুল ৫ ওভারে দেন ৪ রান দিলেও কোনো উইকেট পাননি।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ‘এ’: ৮৯.১ ওভারে ২২৩/৯ (সাইফ ২, সাদমান ৬, শান্ত ৭২, মুমিনুল ৬২, মিঠুন ৫, ইয়াসির ০, ইরফান ০, নাঈম ৩২, শহিদুল ৩৬, রকিবুল ৬*, সুমন ১৩-৪-৩৬-২, মুকিদুল ১২-৪-২৮-০, রেজাউর ১৬-৪-২৪-১, তানভির ১৫-০-৪৯-০, মাহমুদুল ৮-১-২১-০, মুরাদ ২২.১-৬-৪৭-৫, শাহাদাত ৩-১-১৬-১)।


উপদেষ্টা সম্পাদক: ডি. মজুমদার
সম্পাদক: মীর আক্তারুজ্জামান

সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০ ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :