2024-05-08 06:38:44 pm

বাংলাদেশের স্বপ্নের জার্সি গায়ে এলিটা কিংসলে

www.focusbd24.com

বাংলাদেশের স্বপ্নের জার্সি গায়ে এলিটা কিংসলে

২৩ সেপ্টেম্বার ২০২১, ২১:০৫ মিঃ

বাংলাদেশের স্বপ্নের জার্সি গায়ে এলিটা কিংসলে

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জার্সি গায়ে জড়ানোর স্বপ্ন ছিল এলিটা কিংসলের। আজ (বৃহস্পতিবার) সেই স্বপ্ন পূরণ হয়েছে। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জার্সি পরে অনুশীলন করেছেন তিনি। অনুশীলন করলেও সদ্যই বাংলাদেশের পাসপোর্ট পাওয়া এলিটা শেষ পর্যন্ত ম্যাচ খেলতে পারবেন কিনা সেটা নির্ভর করছে ফিফা-এএফসি’র অনুমতির উপর। সেই শঙ্কা দূরে ঠেলে আজ প্রথম দিন বেশ দারুণ ছন্দে কেটেছে এলিটার। প্রথমবারের মতো জাতীয় দলের হয়ে অনুশীলন। 

কোচ অস্কার ব্রুজন আজ দুই ঘন্টা অনুশীলন করিয়েছেন। অনুশীলন শেষে সংবাদমাধ্যমকে নিজের অনুভূতি ব্যক্ত করে এলিটা বলছিলেন, ‘খুবই ভালো লাগছে। এরকম একটি দিনের অপেক্ষায় আমি ছিলাম। অনুশীলন সেশনটি বেশ ভালো কেটেছে।’

আবেগ থাকলেও পেশাদারিত্ব ফুটে উঠেছে এলিটার কন্ঠে, ‘যখন জাতীয় দলের জার্সি পরি তখন ভিন্ন রকম লাগছিল। সামনে জাতীয় দলের কঠিন চ্যালেঞ্জ। জার্সি গায়ে অনুশীলনে নিজের সেরা পারফরম্যান্সটাই করতে হবে।’  

জাতীয় দলে দশজন ফুটবলার বসুন্ধরা কিংসের। কোচ অস্কার ব্রুজন ও কোচিং স্টাফ প্রায় সবাই বসুন্ধরা কিংসের। এরপরও আজকের পরিবেশটি এলিটার কাছে সম্পূর্ণ ভিন্ন, ‘এখানে যারা আছে সবাই আমার খুবই পরিচিত ও ঘনিষ্ঠ। ক্লাব এবং জাতীয় দল ভিন্ন বিষয়। পদ্ধতি, ফরমেশন ও লক্ষ্য সবই আলাদা।’ 

এলিটা আজ অনুশীলন করলেও শেষ পর্যন্ত বাংলাদেশের জার্সি গায়ে আন্তর্জাতিক ম্যাচে প্রতিনিধিত্ব করতে পারবে কিনা সংশয় রয়েছে। ফিফা-এএফসির অনুমতি নিয়ে কিংসলে বলেন, ‘ বষয়টি সম্পূর্ণ বাফুফের উপর। তারা এটি নিয়ে কাজ করছে। আমি অনুশীলন ও আমার পরিশ্রম করে যাব।’


উপদেষ্টা সম্পাদক: ডি. মজুমদার
সম্পাদক: মীর আক্তারুজ্জামান

সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০ ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :