2024-04-27 12:07:43 am

কাঁচা মরিচের কেজি ১২০, মুরগি-ডিমের দামও চড়া

www.focusbd24.com

কাঁচা মরিচের কেজি ১২০, মুরগি-ডিমের দামও চড়া

২৫ সেপ্টেম্বার ২০২১, ১৫:৩২ মিঃ

কাঁচা মরিচের কেজি ১২০, মুরগি-ডিমের দামও চড়া

ময়মনসিংহে সপ্তাহের ব্যবধানে কাঁচা মরিচের দাম কেজিতে বেড়েছে ৪০-৫০ টাকা। গত সপ্তাহে ৭০-৮০ টাকা কেজি বিক্রি হলেও চলতি সপ্তাহে তা ১২০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া বেড়েছে সব ধরনের মুরগি, ডিম, মাছ ও ডালের দাম।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) বিকাল ও শনিবার (২৫ সেপ্টেম্বর) সকালে ময়মনসিংহে বিভিন্ন বাজার ঘুরে এ তথ্য জানা গেছে।

শহেরের ঐতিহ্যবাহী শম্ভুগঞ্জ বাজারের সবজি বিক্রেতা বায়তুল মিয়া বলেন, গত সপ্তাহের তুলনায় কাঁচা মরিচের দাম কেজি বেড়েছে ৪০-৫০ টাকা। তাছাড়া বাজারে নতুন কিছু সবজি এসেছে। তাই দাম কিছুটা বেড়েছে।

বাজার ঘুরে দেখা গেছে, গাজর ১২০, ফুলকপি ৪০, বরবটি ৬০, কুমড়া ৩০, সিম ১২০, ছোট পাতা কপি ৫০, করলা ৬০, লাউ ৩৫, ঢেঁড়স ৫০, ঝিঙা ৩০, মিষ্টি কুমড়া ৮০, শসা ৫০, বেগুন ৫০, পটল ৪০, কাঁচা কলা ২৫, আলু ২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

একই বাজারের মুরগি বিক্রেতা রনি মিয়া বলেন, ব্রয়লার মুরগি গত সপ্তাহের তুলনায় ২০ টাকা বেড়ে ১৪৫ টাকা, সাদা কক ৩০ টাকা বেড়ে ২৫০ কেজি, সোনালী মুরগি ৪০ টাকা বেড়ে ২৮০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়াও দাম বেড়েছে সব ধরনের ডিমের। ফার্মের ডিম আট টাকা বেড়ে ৩৬, দেশি মুরগির ডিম ১৫ টাকা বেড়ে ৬০, হাসের ডিম ১২-১৫ টাকা বেড়ো ৫৫ টাকা হালিতে বিক্রি হচ্ছে।

মাছ বিক্রেতা আজিজুল হক বলেন, বাজারে আমদানি কম হওয়ায় সব ধরনের মাছের দাম কেজিতে ১৫-৩০ টাকা বেড়েছে। পাঙাস ১২০, সিলভার ২৫০, শিং ৪০০, বড় কাতল ৪০০, রুই ২৪০, তেলাপিয়া ১৬০, বাউশ ৩৫০, আইড় ৫০০, বোয়াল ৪০০, চিংড়ি ৩৫০, বাইম ৪০০ ও মৃগেল মাছ ২০০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

শম্ভুগঞ্জ মধ্যবাজারের ব্যবসায়ী বোলানাথ দাস বলেন, সব ধরনের ডালের দাম বেড়েছে। ইন্ডিয়ান মসুর ডাল কেজিতে ১০ টাকা বেড়ে ৯০, দেশি মসুর ১০ টাকা বেড়ে ১২০, মাসকলাই ১০০ থেকে ১৩০, অ্যাংকর ৪৫, খেসারি ৭০, মুগডাল ১৫ টাকা বেড়ে ১৪০, ছোলা বুট ১০ টাকা বেড়ে ৮০, বুটের ডাল ১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৯০ টাকায়।


উপদেষ্টা সম্পাদক: ডি. মজুমদার
সম্পাদক: মীর আক্তারুজ্জামান

সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০ ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :