2024-04-19 04:40:55 am

জয়ার সঙ্গে অভিনয়ের খবরকে গুজব বললেন নওয়াজউদ্দিন

www.focusbd24.com

জয়ার সঙ্গে অভিনয়ের খবরকে গুজব বললেন নওয়াজউদ্দিন

৩০ সেপ্টেম্বার ২০২১, ১১:০৫ মিঃ

জয়ার সঙ্গে অভিনয়ের খবরকে গুজব বললেন নওয়াজউদ্দিন

ভারত স্বাধীনতা-পরবর্তী সময়ে নকশাল বাড়ি নামে গ্রামে পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন ১১ জন সাধারণ মানুষ। সেই ঘটনাকে কেন্দ্র করেই তৈরি হয় সশস্ত্র আন্দোলন। এটি নকশাল আন্দোলন নামে পরিচিত।

সেই নকশাল আন্দোলন নিয়েই ওয়েব সিরিজ তৈরি করছেন পরিচালক সায়ন্তন মুখোপাধ্যায়। এখানে নকশাল আন্দোলনের নেতা চারু মজুমদারের ভূমিকায় অভিনয় করবেন নওয়াজউদ্দিন সিদ্দিকি। তার বিপরীতে দেখা যাবে বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসানকে।

কলকাতার দৈনিক আনন্দবাজারসহ বেশকিছু গণমাধ্যমের বরাতে এমন খবরই কিছুদিন আগে প্রচার হয়। তবে খবরটিকে গুজব বলছেন স্বয়ং নওয়াজউদ্দিন সিদ্দিকি।

ভারতীয় সংবাদমাধ্যম নিউজ ১৮-কে দেওয়া এক সাক্ষাৎকারে নওয়াজউদ্দিন সিদ্দিকি জানিয়েছেন, ‘আমি কোনো নতুন ওয়েব সিরিজ করছি না। তাই ওই বিষয়টি (জয়ার সঙ্গে ওয়েব সিরিজ) পুরোটাই গুজব।

আপাতত তত দিন আর ওয়েব সিরিজ করব না, যত দিন না গল্প ও চরিত্র নিয়ে নিজে রোমাঞ্চিত হচ্ছি।’

যদিও নওয়াজউদ্দিন সিদ্দিকির এমন বক্তব্যের পরে নতুন করে কোনো মন্তব্য করেননি পরিচালক সায়ন্তন মুখোপাধ্যায়।

সে সময় প্রতিবেদনে জানানো হয়, তৎকালীন বিতর্কিত পুলিশ অফিসার রুণু গুহ নিয়োগীর ‘সাদা আমি কালো আমি’ উপন্যাস অবলম্বনে তিনটি পর্বে বাংলা, হিন্দি, ইংরেজি, তিনটি ভাষায় নির্মাণ হবে রাজনৈতিক এ সিরিজ। যেখানে চারু মজুমদার চরিত্রে অভিনয় করবেন নওয়াজউদ্দিন সিদ্দিকি আর তার স্ত্রী লীলা মজুমদারের চরিত্রে অভিনয় করবেন জয়া আহসান।

সিরিজের তিনটি সিজনে তুলে ধরা হবে ১৯৪৭ থেকে ২০১০ অবধি বিশ্বজুড়ে বামপন্থি আন্দোলনের কাহিনি।

এটি বাংলার পাশাপাশি হিন্দি, ইংরেজি ভাষাতেও মুক্তি দেবেন পরিচালক।


উপদেষ্টা সম্পাদক: ডি. মজুমদার
সম্পাদক: মীর আক্তারুজ্জামান

সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০ ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :