2024-04-20 10:10:29 am

সাকিবের অবিশ্বাস্য থ্রোয়ে উইলিয়ামসনের বিদায় (ভিডিও)

www.focusbd24.com

সাকিবের অবিশ্বাস্য থ্রোয়ে উইলিয়ামসনের বিদায় (ভিডিও)

০৪ অক্টোবার ২০২১, ১২:৫৭ মিঃ

সাকিবের অবিশ্বাস্য থ্রোয়ে উইলিয়ামসনের বিদায় (ভিডিও)

আইপিএলে খুবই বাজে এক মৌসুম কাটাচ্ছে সানরাইজার্স হায়দরাবাদ। এখন পর্যন্ত জিতেছে মোটে দুটো ম্যাচ, ছিটকে গিয়েছে প্লে অফের দৌড় থেকেও। ফলে বাকি সব ম্যাচ হয়ে গেছে নেহায়েত নিয়ম রক্ষার। রোববার কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হয়ে আবারও ব্যাটিং ব্যর্থতায় পড়েছে হায়দরাবাদ।

টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে সানরাইজার্স ৪ ওভারের মধ্যেই দুই ওপেনারকে হারিয়ে ফেলেছিল। এরপর অধিনায়ক উইলিয়ামসন এবং প্রিয়ম গার্গ দলকে টানার চেষ্টা করেছিলেন। তবে বেশি দূর যেতে পারেননি তারা। তাদের জুটি স্কোরবোর্ডে ২২ রান তোলার পরই জুটিতে ভাঙন ধরান সাকিব আল হাসান। দুর্দান্ত এক সরাসরি থ্রোতে উইলিয়ামসনকে বিদায় করেন তিনি।

সে ঘটনা সানরাইজার্স ইনিংসের সপ্তম ওভারের। উইলিয়ামসন শর্ট মিড উইকেটে বল ঠেলে রান নেওয়ার জন্য দৌড়েছিলেন। তবে উইলিয়ামসনের রান নেওয়ার সিদ্ধান্ত যে একদমই ভুল ছিল প্রমাণ করে দেন সাকিব। বোলার ছিলেন সাকিব। বল করেই কোনাকুনি দৌড়ে বল তুলেই নন স্ট্রাইকিং এন্ডে বিদ্যুতগতিতে স্ট্যাম্প ভেঙে দেন বাংলাদেশি তারকা। অবিশ্বাস্য ফিল্ডিংয়ের শিকার হয়ে উইলিয়ামসনকে তাড়াতাড়ি প্যাভিলিয়নে ফিরতে হয়।

এদিন যে শুধু রান নেওয়ার সিদ্ধান্তটাই ভুল হয়েছে উইলিয়ামসনের, বিষয়টা মোটেও তেমন নয়। নিউজিল্যান্ডের অধিনায়কের প্রথমে ব্যাট করার সিদ্ধান্তও বুমেরাং হয়ে ফেরে হায়দরাবাদের কাছে। নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে হায়দরাবাদের ব্যাটিং কার্যত ভেঙে পড়ে। ম্যাচটাও হেরেছে তারই ফলশ্রুতিতে।


উপদেষ্টা সম্পাদক: ডি. মজুমদার
সম্পাদক: মীর আক্তারুজ্জামান

সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০ ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :