, ২২ বৈশাখ ১৪৩১ অনলাইন সংস্করণ

একজনের মৃত্যুর দিনে চট্টগ্রামে শনাক্ত ২২

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ : 

একজনের মৃত্যুর দিনে চট্টগ্রামে শনাক্ত ২২

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো এক হাজার ৩১১ জনে। তবে এ সময়ের মধ্যে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২২ জন। এর মধ্য দিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো এক লাখ দুই হাজার ১৪ জনে।

রোববার (১০ অক্টোবর) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে এক হাজার ১৫০ জনের নমুনা পরীক্ষায় ২২ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। পরীক্ষার তুলনায় সংক্রমণের হার প্রায় এক দশমিক ৯১ শতাংশ। আবার শনাক্তদের মধ্যে নগরের ১৮ জন ও উপজেলার চারজন।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে আটজন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ছয়জন ও শেভরন হাসপাতাল ল্যাবে একজনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

একই সময়ে ইপিক হেলথকেয়ার ল্যাবে একজন ও অ্যান্টিজেন টেস্টে ছয়জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।